নিজস্ব প্রতিবেদক : অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ করলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৬টি (কুড়ালিয়া, মহিষমারা, আউশনারা, বেরিবাইদ, কুরাগাছা ও শোলাকুড়ি) ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা। আজ ২৪ জুলাই বিকাল ৪.৩০টায় রবিবার মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নব নির্বাচিত জন প্রতিনিধিদেরকে শপথ বাক্য পাঠ করান মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন। এ সময় অন্যান্যের সাথে নব নির্বাচিত ৮জন আদিবাসী মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারও শপথ গ্রহণ করেন।

ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত জন প্রতিনিধি শপথ ২০২২ পিক২

মধুপুরের ৬টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত জন প্রতিনিধিদের শপথ অনুষ্ঠান

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মধুপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমদ নাসির , মধুপুর উপজেলা পরিষদ’র মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত জন প্রতিনিধি শপথ ২০২২ পিক৩

৮জন আদিবাসী নির্বাচিত মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার

বাংলাদেশ আওয়ামী লীগ মধুপুর উপজেলা শাখার সভাপতি তার বক্তব্যে বলেন, “আমি দেখেছি বর্তমানে ইউনিয়ন পরিষদের মেম্বারদের অবস্থা নাজুক। সরকার থেকে বরাদ্দ থাকলেও তা সঠিকভাবে বিতরণের অভাবে উন্নয়ন ব্যহত হচ্ছে।” তিনি নব নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে ন্যায্যতার ভিত্তিতে কাজ করার জন্য আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন তার বক্তব্যে নব নির্বাচিত সদস্যরা যেন নিজেদের কাজ এবং এক্তিয়ার সম্পর্কে জানতে পারেন সেজন্য ইউনিয়ন পরিষদ ম্যানুয়াল ভালোভাবে পড়ার জন্য নির্বাচিত সদস্যদের প্রতি অনুরোধ করেন। তিনি বলেন, “মনে রাখবেন, আগামী পাঁচ বছরের জন্য আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। সুতরাং জনগণের প্রতি আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। কেউ যদি আপনাকে ভোট না দিয়ে থাকলেও তার প্রতি বৈষম্য করবেন না। সকল জনগণকে সমান চোখে দেখে মহত্বের পরিচয় দিবেন বলে আমি আশা করি।”