নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুর উপজেলার দোখলায় আদিবাসীদের আবাদি জমিতে কৃত্রিম লেক খনন প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদী গানের আয়োজন করেছে ‘সম্মিলিত আদিবাসী জনতা’। আগামী ৯ সেপ্টেম্বর বিকাল ৩টায় উপজেলার আমলীতলা খেলার মাঠে প্রতিবাদী গানের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে গান করবেন কফিল আহমেদ, সমগীত, মাদল, আ.চিক ব্লুজ, রংখেক রংসা এবং সবুজ মাজি।

শালবনের চিৎকার পোস্টার

 

লেক খনন প্রকল্প বিরুধী আন্দোলনের অন্যতম সংগঠক ও ‘শালবনের চিৎকার’ আয়োজক কমিটির সদস্য সচিব লিয়াং রিছিল বলেন, “লেক খনন ইমিডিয়েট ইস্যু হলেও এই অনুষ্ঠানের লক্ষ্য আরো বিস্তৃত। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আদিবাসী স্বার্থ বিরোধী অন্যান্য যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের বিরুদ্ধে এবং শালবন রক্ষার ওপর জোর দিচ্ছি।”

সরকারী লেক খনন প্রকল্প, ছবি: দোখলার আমতলী বাইদ

ইতিমধ্যে অনুষ্ঠানটিকে সাফল্যে রূপ দিতে ব্যাপকভাবে প্রচার চালিয়ে যাচ্ছে আয়োজক কমিটি।

প্রসঙ্গত, উপজেলার দোখলা আমতলী বাইদে আদিবাসীদের কৃষি জমিতে বনবিভাগ কর্তৃক লেক প্রকল্প ঘোষণা করার পর থেকে আদিবাসী – বনবিভাগ পরস্পর সাংঘর্ষিক অবস্থানে রয়েছে। লেক প্রকল্পের মধ্যে ১৩টি আদিবাসী পরিবারের জমি রয়েছে। তারা ঐ জমিতে আদিকাল ধান আবাদ করে আসছে। শুরু থেকেই জমির মালিকসহ আদিবাসীরা এই কৃত্রিম লেক খনন প্রকল্পের বিরোধীতা করে আসছেন। তাদের দাবী ওই জমিতে লেক খন করা হলে আদিবাসী পরিবারগুলো তাদের একমাত্র আবাদী জমি হারাবে। এছাড়াও লেকের চারপাশে অবস্থিত আদিবাসীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হবে। সামাজিক, সাংস্কৃতিক পরিবেশ বিপর্যস্ত হবে।