আ.বিমা টাইমস মিউজিক ডেস্ক: বর্তমান বিশ্বে গান মানে-ই বিনোদন। বর্তমান আধুনিক বিশ্বে নিজেদের ব্যবহার এন্ড্রয়েড স্মার্টফোনে কিংবা অন্য কোন ডিভাইসের মাঝেই আমরা পুরো বিশ্বটাকে বন্দি করে নিতে সক্ষম হয়েছি । যেকোন প্রয়োজনে এবং বিভিন্ন চাহিদা মেটাতে বিজ্ঞানের এই অবদানের গুরুত্ব অপরিসীম। চাইলেই আমরা পারছি যোগাযোগ রক্ষা থেকে শুরু করে বিনোদনের বিভিন্ন মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মাঝেই কানেক্টেড হতে।
অবসর সময়ে গান শোনা, মুভি দেখা, ঘুরে বেড়ানো থেকে শুরু করে বিভিন্ন কাজে আমাদের স্মার্টফোন, বা অন্য কোন ডিভাইস এবং এসবের বিভিন্ন ফিচারগুলো আমাদেরকে দিচ্ছে অনেক অনেক সুবিধা। সেগুলো অবসর সময়ে হতে পারে আপনার জন্য গুরুত্বপুর্ণ ও মান সম্পন্ন বিনোদনের একটি মাধ্যম। চলুন তবে জেনে নেই আমাদের আজকের প্রযোজনা ও পরিবেশনাকে ঘিরে না বলা কিছু তথ্য।
গারোহাব এর প্রয়োজনা ও পরিবেশনায় নিয়মিত বেরুচ্ছে কিছু আধুনিক আ.চিক মৌলিক গান। ইতোমধ্যে গারোহাব মিডিয়া পরিবারের প্রথম রিলিজড গান ‘নিথুগিপ্পা আঙনি চামে’ প্রচুর সাড়া ফেলেছে। এ নতুন গান সম্পর্কে গারো মিউজিক প্রোডিউসার ও গীতিকার জনাব লুই সাংমা বলেন, গারোহাব মিডিয়া নির্দিষ্ট কিছু উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, যা আপনাদের কারোর জন্যে নতুন চমক হতে পারে, আবার কারোর জন্যে নিজস্ব প্রতিভা ফোকাস করার একটি ভালো প্লাটফর্ম হতে পারে।
তাঁর লেখা নতুন গান সম্পর্কে তিনি বলেন, গানটিতে মেলোডি এবং ওয়েস্টার্ন মিউজিক সংমিশ্রনে তৈরি গান দর্শক শোতাদের বাড়তি এবং ব্যতিক্রম বিনোদন দিবে। গানটির ভোকালিস্ট ওস্তাদ ফরিদ জাম্বিল এর সুরে গানটি গেয়েছেন এ প্রজন্মের উদীয়মান গারো তরুণ গায়ক সমাপন স্নাল ও চৈতি মানখিন। সমাপন স্নাল এর মিউজিক কম্পোজিশানে নতুন মাত্রা দিয়েছে তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না।
জনাব সাংমা তিনি আরও বলেন, দ্বৈত কন্ঠে গাওয়া রোমান্টিক গানটিতে ফেলে আসা ভালোবাসা আর দুজনার সেই স্মৃতিগুলোর মুহ্যমান চাওয়া গানের কথা ও সুরে দারুনভাবে ফুটে উঠেছে। গানটি এরই মধ্যে মাস্টারিং সম্পন্ন করে কভার ভিডিও তৈরির কাজ হাতে নিয়েছে। দ্রুত ভিডিও শ্যূাটিংয়ের কাজও হবে বলে তিনি জানান এই গারো মিডিয়া পরিবারটি।
গারোহাব দর্শক শ্রোতাদের সম্পর্কে তিনি বলেন, ভালো কিছুর জন্যে অপেক্ষা করতে হবে। অতএব এখন আপনাদের অপেক্ষার পালা।
আপনি গারোহাব ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানসম্পন্ন এবং পরিচ্ছন্ন মিউজিক এর গর্বিত সদস্য/সদস্যা হতে পারেন।