আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা বালিজুড়ি গ্রামে বন বিভাগের মদদে গারো আদিবাসীদের ফসল কেটে ফেলার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)। সোমবার (২৩ আগস্ট ২০২১) দুপুরে বাগাছাস শ্রীবর্দী উপজেলা শাখার উদ্যোগে শেরপুর শহরের রঘুনাথ বাজারস্থ বঙ্গবন্ধু স্কয়ারে এ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিটি পালিত হয়।
উল্লেখ্য গত ১২ আগস্ট ২০২১ (বৃহস্পতিবার) শ্রীবর্দী উপজেলার গারো পাহাড়ে অবৈধভাবে বনের সম্পত্তি দখলের অভিযোগে বালিজুড়ি রেঞ্জ অফিসের মদদে সেখানকার পাঁচ গারো আদিবাসীর চাষকৃত ফলজ ও সবজি বাগান নির্বিচারে কেটে দেয়।
বিক্ষোভ সমাবেশটি সঞ্চালনা করেন বাগাছাস নালীতাবাড়ী শাখার আহ্বায়ক অভিষেক দিও। এতে বক্তব্য রাখেন, বাগাছাস কেন্দ্রীয় সংসদ সভাপতি লিঙ্কন ডিব্রা, গারো নেত্রী কেয়া নকরেক, বাগাছাস শ্রীবর্দী শাখার সভাপতি জীবন ম্রং, নালিতাবাড়ী শাখার সদস্য সচিব আরাধন মৃ, মধুপুর শাখার সভাপতি মিলন দফো, ঝিনাইগাতি শাখার আহ্বায়ক মিখায়েল নেংমিঞ্জা ও স্থানীয় টিডব্লিওএ নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশ বাগাছাসের সভাপতি লিংকন ডিব্রা, গারো নেত্রী কেয়া নকরেক, জীবন ম্রং ও কাঞ্চন মারাক প্রমুখ বক্তারা বলেন, ‘দেশে রোহিঙ্গাদের আশ্রয় হয়, ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প হয়। কিন্তু আমরা আদিবাসীরা যুগ যুগ ধরে পাহাড়ে জঙ্গলে বসবাস করে আসছি, আমাদের স্থায়ী আবাসন হয় না। আমাদের ঘরবাড়ি, ফসলের কোন নিরাপত্তা নেই। দুষ্কৃতকারীরা আমাদের ঘরবাড়ি ভেঙে দেয়, ফসল কেটে নেয়। আমরা নিরাপদহীন।‘
ঐ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বন বিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাকে অপসারণসহ, আদিবাসীদের বিরুদ্ধে ভূমি সংক্রান্ত মিথ্যা মামলা প্রত্যাহার, দুস্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীদের ফসলের ক্ষতিপুরণ দাবি করেন।
জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ এর কাছে স্মারকলিপি প্রদান
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ বিষয়টি বনবিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তীতে কি করা যায় সেটি দেখবে বলে আশ্বস্ত করেন।