আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: এশিয়ার দেশ শ্রীলংকায় এবার মুখ ঢাকা বোরকা পরা নিষিদ্ধ করবে। একই সাথে এক হাজারেরও বেশি ইসলাম শিক্ষার স্কুলগুলো বন্ধ করে দেবার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আজ শনিবার (১৩ মার্চ ২০২১) এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী শরৎ বিরাসেকেরা। তবে মন্ত্রী জানিয়েছেন এ নিষেধাজ্ঞা কার্যকরের জন্য দেশটির মন্ত্রীসভার অনুমোদন প্রয়োজন।
এ বিষয়ে দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী শারৎ বিরাসেকেরা শনিবার গণমাধ্যমকে জানান, ‘জাতীয় নিরাপত্তা সুরক্ষার স্বার্থে’র কথা চিন্তা করে বোরকা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। মন্ত্রী সভায় অনুমোদন পেলে সে দেশের মুসলিম নারীরা মুখ ঢাকা বোরকা পরতে পারবেন না।
মন্ত্রী শরৎ বিরাসেকেরা আরও বলেন, সাম্প্রতিক দেশে ধর্মীয় উগ্রবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আগে এ দেশে মুসলিম নারী ও মেয়েরা কখনো বোরকা পরতেন না। বোরকা একটি ধর্মীয় উগ্রবাদের প্রতীকী হয়ে দাঁড়িয়েছে। যার ফলে আমরা অবশ্যই এটি নিষিদ্ধ করতে চলেছি। বোরকা নিষিদ্ধের পাশাপাশি দেশটির সরকার এক হাজারেরও বেশি মাদরাসা স্কুল বন্ধ করে দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। জাতীয় শিক্ষানীতিতে সাংঘষিক কোন শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারবে না। নিজেদের মতো করে চাইলেই স্কুল খুলতে পারবে না, নিজেদের পছন্দ মতোন শিক্ষা দিতে পারবে না। সূত্র : রয়টার্স কলম্বো