নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সরকারি এবং বেসারকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নার্সিং কাউন্সিল (প্রকাশিত ওয়েবসাইটের ঠিকানা  www.bnmc.gov.bd ও www.bnmc.teletalk.com.bd)। উক্ত বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে সরকারি, বেসরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ইচ্ছুক খ্রিস্টান ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি সেমিনারের আয়োজন করেছে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন। আগামী ২৫ মার্চ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ‘ঢাকা খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.’র ৬ষ্ঠ তলায় বি.কে. গুড কনফারেন্স হলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধ-দিবসব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হবে। বিশেষ এই সেমিনারে বিসিএস ক্যাডার, সরকারি নার্স সহ আরো অনেকেই উপস্থিত থেকে সরকারি ও বেসরকারি নার্সিং মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে সহজেই ভর্তির সুযোগ পাওয়ার বিভিন্ন উপায় এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

যেসকল খ্রিষ্টান ছাত্র-ছাত্রী সরকারি ও বেসরকারি নার্সিং মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে আগ্রহী তাদেরকে উক্ত সেমিনারে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। সেমিনারে অংশগ্রহণে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের নাম, ফোন নাম্বার ও ঠিকানা আগামী ২১ মার্চ এর মধ্যে ফাউন্ডেশনের অফিসে (ঢাকা ক্রেডিট- এর প্রধান কার্যালয়ের ৫ম তলায়) সরাসরি, এসএমএস অথবা ই-মেইল এর মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে।

যোগাযোগের ঠিকানা:

জেকসন এন রোজারিও
ইয়ুথ কো অর্ডিনেটর
ফা: চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন
প্রয়োজনে: ০১৭২৪-৫৬৯৬৩১
E-Mail:youthcoordinator@fryoungfoundation.org
jackson.rozario@cccul.com

উল্লেখ্য, কোন প্রকার রেজিষ্ট্রেশন ফি লাগবে না এবং সকালে একটি টিফিন ও দুপুরে খাবারের ব্যবস্থা থাকবে।