আ.বিমা টাইমস নিউজ ডেস্ক:  ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সহ আরও তিন আদিবাসী সংগঠন উদ্বেগ প্রকাশ করেছেন। দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং বিষয়টি দ্রুত সুষ্ঠু সমাধানের আহ্বান জানান তারা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) স্থায়ী সদস্য নিখিল মানখিনকে আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। গতকাল সোমবার (২৬ জুলাই ২০২১) মোঃ জাফর ইকবাল (দপ্তর সম্পাদক) এর স্বাক্ষরিত এক বিবৃতিতে হয়রানিমূলক এই মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি দেশের স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে। দেশের নানা স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহৃত হচ্ছে আইনটি। শুরু থেকেই বিতর্কিত এ আইনের বিরোধীতা করে আসছে সাংবাদিক সমাজ।

এছাড়াও আদিবাসী তিনজনের বিরুদ্ধে ডিজিটাল আইনে দায়েরকৃত মামলায় ‘ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন’ মধুপুর উপজেলা শাখার জেনারেল সেক্রেটারি, রঞ্জিত নকরেক স্বাক্ষরিত (২৫ জুলাই ২০২১), বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ধোবাউড়া উপজেলা শাখার সভাপতি, প্রিয়তোষ বিশ্বাস বাবুল (২৬ জুলাই ২০২১), এবং হাজং মাতা রাশিমনি কল্যাণ পরিষদ, আমলাপাড়া, দুর্গাপুর-  সভাপতি, শ্রী. মতিলাল হাজং স্বাক্ষরিত (২৫ জুলাই ২০২১) পৃথক লিখিত বিবৃতিতে মামলাটি প্রত্যাহারের দাবি জানান। এদিকে সোস্যাল মিডিয়ায় আদিবাসী সমাজ চিন্তক, সচেতন মহলও এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

ভার্চ্যুয়াল টেলিফোনে  ‘ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন’ মধুপুর উপজেলা শাখার জেনারেল সেক্রেটারি, রঞ্জিত নকরেক আ.বিমা টাইমসকে জানান, বাংলাদেশে আদিবাসীদের একমাত্র জাতীয় সংগঠনে বিরাজমান সমস্যা দ্রুত সমাধান হোক এবং তিনজনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

ময়মনসিংহের ধোবাউড়া থানায় রুজুকৃত মামলার তথ্যানুযায়ী, গত ১৩ জুলাই ট্রাইবাল নেতৃবৃন্দের অংশগ্রহণে ভার্চ্যুয়াল আলোচনায় অনুষ্ঠিত হয়। ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) শাখা নির্বাচনজনিত সমস্যা সমাধানের জন্য সভায় একজন আলোচকের বক্তব্যকে কেন্দ্র করে নিখিল মানখিনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন ময়মনসিংহ-১ আসনের (হালুয়াঘাট-ধোবাউড়া) সংসদ সদস্য জুয়েল আরেং। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন আলোচনা সভায় সাংসদ জুয়েল আরেং’কে নিয়ে বিরুপ মন্তব্য করায় সাংসদ নিজে বাদী হয়ে মন্তব্যকারী সুভাষ বর্মন (৫০), আলোচনা সভার সভাপতি সাংবাদিক নিখিল মানখিন (৪৫), সঞ্চালক জন জেত্রা (৩৮) এর বিরুদ্ধে ধোবাউরা থানায় মামলা করেছেন (মামলা নং ০৩, তারিখ- ১৮.০৭.২১ইং)।