আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রথম আলোর অনুসন্ধানী জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের সঙ্গে স্বাস্থ্য সচিবের অফিস স্টাফদের অসদাচরণে গতকাল ফ্রান্সে বাসু গোস্বামীর (দপ্তর সম্পাদক) এক লিখিত বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্স বাংলা প্রেস ক্লাব।
ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের ঐ বিবৃতিতে আরও বলা হয়, প্রথম আলোর এই জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে যুক্তরাষ্ট্রসহ বহু দেশ হতে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। তাঁর কর্মের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একাধিক পুরস্কার। বস্তুনিস্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে রোজিনা ইসলাম কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালনকালে তার উপর এমন আচরণ ও পরবর্তীতে মামলা দায়ের ন্যাক্কারজনক। এ ঘটনায় ফ্রান্স বাংলা প্রেসক্লাবসহ সাংবাদিকেরা উদ্বিগ্ন, ক্ষুব্ধ ও বিস্মিত।
অবিলম্বে রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানিয়েছেন ফ্রান্স বাংলা প্রেস ক্লাব ।