আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: পৃথিবীর যেকোন ইতিহাস হলো মানুষের অতীত ঘটনা ও কার্যাবলীর অধ্যয়ন। ফলে এটি কোন জাতিসত্তার নীরব স্বাক্ষী এবং দালিলিক সাক্ষ্য বা প্রমাণ। প্রাজ্ঞদের মতে, ইতিহাস বৃহৎ একটি বিষয় হওয়া সত্ত্বেও এটি কখনও মানবিক বিজ্ঞান এবং কখনও বা সামাজিক বিজ্ঞানের একটি শাখা হিসেবে আলোচিত হয়ে আসছে যুগ যুগ ধুরে। অনেকেই ইতিহাসকে মানবিক এবং সামাজিক বিজ্ঞানের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে মনে করেন। কারণ ইতিহাসে এই উভয়বিধ শাস্ত্র থেকেই পদ্ধতিগত সাহায্য ও বিভিন্ন উপাদান নেয়া হয়ে থাকে। ইতিহাস চর্চার ক্ষেত্রে উৎসগুলো বিবেচনা করা হয়; তবে সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসেবে লিখিত উপাদান সর্বজন স্বীকৃত। অর্থাৎ এই উৎসটির সাথে লিখন পদ্ধতির ইতিহাস অঙ্গাঅঙ্গীভাবে জড়িত।

মূলত সে উপলব্ধি থেকেই গারোহাব ডট কম (www.garohub.com) ব্লগ পেজ পূর্ব পরিকল্পনানুযাযী গারো বিষয় কিছু প্রমাণ্য শর্ট ভিডিও তৈরির প্রকল্প হাতে নিয়েছিল। যাতে করে গারো নতুন প্রজন্ম নিজ জাতিসত্তার প্রাচীন বিষয় সম্পর্কে জানতে পারে এবং বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে আরও গবেষণা করার সুযোগ পায়। অজানাকে জানার অভিপ্রায় গারোদের প্রাচীন সাংসারেক ধর্ম এবং তাদের চালচিত্রের প্রামাণ্য ভিডিও আ.চিক ভার্সন প্রথমবারের মতোন প্রকাশ করলো গারোহাম টীম মিডিয়া পরিবার। গারো শ্রোতা এবং জ্ঞান পিপাসুদের কথা ভেবে এবার গারো আ.চিক ভাষায়, দ্যা লাস্ট লিজেন্ডস অব সাংসারেক  (The Last Legends of Songsarek) শিরোনামে ১১ মিনিট ৩৭ সেকেন্ডের একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করলো। এটি আপনারা আজ থেকে অফিসিয়ালি দেখতে পাবেন একটি নান্দনিক গারোহাব garohub ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে গারো প্রবাসী ও একনিষ্ঠ সাংস্কৃতিক কর্মী লুই সাংমা আ.বিমা টাইমস নিউজকে জানান, এই ডকুমেন্টরি ভিডিওটি গারো ভাষাভাষি, গারো নতুন প্রজন্মদের জানার তৃষ্ণাকে কিছুটা হলেও জাগাবে এবং মিটবে বলে তাঁর বিশ্বাস। বড়দিন উৎসবের আমেজে ভিডিওটি তাদের বাড়তি আনন্দ দিবে। পাশাপাশি ধন্যবাদ জানান গারোহাব পরিবারসহ এদত বিষয় টীমের সংশ্লিষ্ট সকলকে।

এছাড়াও এ চ্যানেলে গারো বিষয়ক বিভিন্ন ডকুমেন্টরির পাশাপাশি শিক্ষনীয়সহ, আ.চিক গান, নাটক, ফিল্ম ও গারো বিষয়ক বিনোদনমূলক ভিডিও গারোহাব আর্কাভে নিয়োমিত প্রকাশিত হবে বলেও তিনি জানান।