আ.বিমা টাইমস, মধুপুর: ফেব্রুয়ারি মাস বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা গোটা বিশ্বের বাংলা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটিকে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষার মাস হিসেবেও সুপরিচিত। যার ফলে একুশে ফেব্রুয়ারী দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। ভাষা শহীদের স্মরণে ফেব্রুয়ারী মাস জুড়ে থাকে দেশ তথা বিশ্বে বাংলা ভাষাভাষিদের নানা আয়োজন। প্রতি বছর দেশের অভ্যন্তরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বর্ণীল আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়ে থাকে।

জাতীয় বাংলা ভাষার প্রতি গভীর শ্রদ্ধার পাশাপাশি নিজ ভাষা ও সংস্কৃতির গুরুত্ব অনুধাবন করে আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২১ রোজ শুক্রবার জলই স্কুল মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করেছে ‘তাংচাপিলআ ইয়্যুথ এসোসিয়েশন’ নামে আ.বিমা অঞ্চলের গারো সংগঠন। অনুষ্ঠান পৃষ্টপোষকতা এবং সার্বিক সহায়তায় আ.বিমা ফেস্টিভাল, ইয়াং লাইফ এবং স্তুরা আইটি ইনস্টিটিউট।

 

কনসার্ট ব্যানার

আয়োজন সম্পর্কে সভাপতি তেনজিং নকরেক (তাংচাপিলআ ইয়্যুথ এসোসিয়েশন), লিয়াং রিছিল, সাধারণ সম্পাদক (জিএসএফ) বলেন, গারোদের হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতি নতুন প্রজন্মদের কাছে তুলে ধরা এবং নিজ ভাষা সংস্কৃতির প্রতি যত্নশীল ও সংস্কৃতি-সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজনে প্রধান লক্ষ্য।

সে অনুষ্ঠানে থাকছে বিশেষ আলোচনা সহ মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল ৫টায় শুরু হয়ে চলবে সন্ধ্যে ৭:৩০ মিনিট পর্যন্ত। সাংস্কৃতিক পরিবেশনায় দলীয়ভাবে থাকছেন- জলই, গায়রা এবং টেলকী গ্রামের সাংস্কৃতিক দল।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ আর্কষণ হিসেবে থাকবে ব্যান্ড পারফরমার আ’চিক ব্লুজ, রেরে, রংখেক রংসা। কনসার্ট অনুষ্ঠান সন্ধ্যে ০৭:৩০-১০:৩০ মিনিট পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আ.বিমার গণ্যমান্য সহ বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানকে সফল এবং জাতিগত ইস্যূকে ভালোবেসে সকলকে স্ব-বান্ধবে উপস্থিত থাকার সাদর আমন্ত্রণ জানান সংগঠনের তরুণ নেতৃবৃন্দ।