আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে নরেন্দ্র মুন্ডার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট রবিবার সাতক্ষীরা শহরের প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় ভূমি কমিটি ও বেসরকারি সংস্থা ‘উত্তরণের’ আয়োজনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলার আহ্বায়ক আবুল কালাম আজাদ।
সভাপতির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, “মুন্ডা সম্প্রদায়ের জমি প্রজাস্বত্ব আইন অনুযায়ী, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া হস্তান্তরযোগ্য নয়। অথচ শ্যামনগরের শ্রীফলকাটি গ্রামের রাশেদুল ও এবাদুল ধুমঘাটের মুল্লুক চাঁদ মুন্ডার আট বিঘা জমি জাল-জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে জবরদখলের চেষ্টা করে।”
তিনি আরও অভিযোগ করেন, ২২টি মুন্ডা পরিবারের মানুষজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের বীজতলা পাওয়ার টিলার দিয়ে নষ্ট করা হয়। বাধা দেওয়ায় তিন নারী ও এক পুরুষকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।
তিনি দাবি করেন, হামলার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং বংশীপুরের দুটি ক্লাবের বেশ কিছু সদস্য জড়িত।
এ ঘটনায় পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, এ ছাড়া কৈখালি ইউনিয়নের সাহেবখালিতে কর্ণ মুন্ডা, সঞ্জিত মুন্ডা ও খুকুমনি মুন্ডার উপর হামলা চালানো হয়েছে। তাদের বিরুদ্ধে ভোলা আদালতে দেওয়া হয়েছে মিথ্যা মামলা।
মানববন্ধনে বক্তারা, বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং মুন্ডা সম্প্রদায়সহ সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আনিসুর রহিম, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, নারীনেত্রী জোৎস্না দত্ত, মাধব দত্ত, তারাপদ মুন্ডা, অসিত মুন্ডা, ফুলমতি মুন্ডা।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৯ আগস্ট সকাল ৮টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধূমঘাট গ্রামের মুন্দা আদিবাসীদের ওপর জমি দখলের উদ্দেশ্যে হামলা চালায় ভূমিদস্যুরা। হামলায় আহত হন নরেন্দ্র মুন্ডা, রীনা মুন্ডা, বিলাসী মুন্ডা এবং সুলতা মুন্ডা। আহতদের মধ্যে নরেন্দ্র মুন্দা (৭০) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান। এই হাত্যার বিচার দাবিতে মুন্দা আদিবাসীরা শ্যামনগরে আগামীকাল সমাবেশ ডেকেছে।