যে কোন ব্লগ বা ওয়েভ সাইটে টেক্সট অনুযায়ী ছবি যুক্ত করা অপরিহার্য একটি বিষয়। ছবি যুক্ত করলে আপনার সাইটটির নান্দনিকতা আনে, ব্যবসা বা ব্রান্ডকে উন্নত করে, প্রতিষ্ঠানের প্রচার প্রসার বাড়ে। সর্বপরি আপনার ব্রান্ড সম্পর্কে ভোক্তাদের বুঝতে আরও সহজ করে।

আপনার পেজে অপ্রয়োজনীয় ছবির পিক্সেল বেশি বা বড় সাইজ হলে সাইটির জন্যে বড় ধরণের হুমকি হতে পারে, সে খেয়াল অনেক ব্যবহারকারীদের থাকে না। ফলে সেটি নেতিবাচকভাবে প্রভাবিত করে। আপনার পাঠক কিংবা দর্শকদের জন্য হতাশার কারণ হতে পারে। আপনার পেজে এমন নান্দনিকতা আনতে গিয়ে আপনার আপলোড করা ছবিগুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে; সেটি যেন ওয়ার্ডপ্রেসের চাহিদা মাফিক হয়।

নতুন ব্লগার অথবা ব্যবসায়িক পেজ ব্যবহারকারী এ বিষয় তাদের অভিজ্ঞতা নতুন হতে পারে। যারা নতুন তাদের এ বিষয়টি খেয়াল রাখা খুবই জরুরি।

আপনি চাইলে এই সমস্যাগুলি প্রশমিত করতে পারেন। আপনার ছবিগুলিকে অপ্টিমাইজ করে সমস্ত সুবিধা উপভোগ করতে পারেন৷ এখন প্রশ্ন হলো, ছবিগুলোর পিক্সেল কমিয়ে কিভাবে ছবি স্ট্যান্ডার্ড বা রেজ্যুলেশান ঠিক রাখবো?

আপনি আপনার নির্দিষ্ট বা সিলেক্ট করা ছবিগুলো রিসাইজ করে পেজে আপলোড করতে পারেন। ছবি রিসাইজ করার বিকল্প এবং সহজ পথ বেছে নিতে পারেন। ছবির আকার হ্রাস ম্যানুয়ালি করলে প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হতে পারে। তবে ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা তাদের প্রচেষ্টাকে প্রবাহিত করতে ইমেজ অপ্টিমাইজার ওয়ার্ডপ্রেস প্লাগইনগুলি ব্যবহার করে এর পরিপূর্ণ সুবিধাটি নিতে পারেন। আপনার কাজের গতিকে আরও বাড়াতে পারেন।

বাজারের সেরা কিছু প্লাগইনগুলির তালিকা নীচে দেয়া হলো। এসব ওয়ার্ডপ্রেসের কিছু ফ্রি প্লাগইনকিংবা প্রিমিয়াম ভার্সন ক্রয় করে এ সুবিধাগুলো আপনি নিতে পারেন, যেমন-

১। স্মোশ (Smush)

২। অপটিমাস (Optimus)

৩। ইডব্লিউডব্লিউডব্লিউ ইমেজ অপ্টিমাইজার (EWWW Image Optimizer)

৪। শর্টপিক্সেল ইমেজ অপ্টিমাইজার (ShortPixel Image Optimizer)

৫। কম্প্রেস জিপেগ এবং পিএনজি ছবি  (Compress JPEG and PNG Images)

৬। ইমস্যানিটি (Imsanity)

৭। ইমাজিফাই (Imagify)

৮। রি-স্মোশ ইট (reSmush.it)

৯। ক্রাকেন ইমেজ অপ্টিমাইজার (Kraken Image Optimizer)

১০। ডব্লিউপি কম্প্রেস (WP Compress)

আপনি যদি এ বিষয় একেবারে অজ্ঞ হন তাহলে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট ফ্রিল্যান্সদের সহায়তা নিতে পারেন, যা আপনার পেজকে স্পীড আপ এবং গুগল রেংকিংয়ে নিতে সহায়তা করতে পারে।

লুই সাংমা, প্যারিস, ফ্রান্স
ওয়েভপেজ ডেভেলপার, আন্তর্জাতিক ফ্রিল্যান্সার, ব্লগার এবং
সাহিত্য কর্মী  lchiran76@gmail.com