মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ট্রাম্পের বক্তব্যে নতুন করে সহিংসতা ছড়াতে পারে বলেই টুইটার এমন ব্যবস্থা নিয়েছে। দেশটির স্থানীয় সময় গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। টুইটার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কয়েক দিন ধরে ট্রাম্পের করা টুইটগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেই অ্যাকাউন্ট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ফেসবুক আগেই ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, ট্রাম্পের বক্তব্যে নতুন করে সহিংসতা ছড়ানোর শঙ্কায় টুইটার এমন ব্যবস্থা নিয়েছে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার বলেছে, @realDonaldTrump অ্যাকাউন্ট থেকে সম্প্রতি যেসব টুইট করা হয়েছে, ওই টুইটগুলো ঘিরে যে কমেন্ট ও প্রসঙ্গ উঠে এসেছে, তা খুব নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়েছে। আবারো সহিংসতায় প্ররোচনা দেওয়ার ঝুঁকি থাকায় কারনে তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

 

প্রসঙ্গত, গত বুধবার (৬ জানুয়ারী) মার্কিন পার্লামেন্ট ভবনে অধিবেশন চলা অবস্থায় ট্রাম্পের সমর্থকরা তাণ্ডব চালায়। তাদের সহিংসতায় ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে।

ক্ষমতার শেষার্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  পদত্যাগ, অভিশংসন ও কর্ম–অক্ষম ঘোষণার চাপে থেকে আগামী দেড় সপ্তাহ কাটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার অপেক্ষায় থাকা জো বাইডেন পরিস্থিতিকে আইনপ্রণেতাদের ওপর ছেড়ে দিয়েছেন। সূত্র : বিবিসি, টিএফআই