আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরোপের অন্যতম করোনা আক্রান্তের দেশ স্পেনে ২৬ জুন থেকে বাইরে গেলে মাস্ক পরার আইনি বাধ্যবাধকতা থাকছে না বলে জানান দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
গত বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকের পর মাস্ক পরার বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বার্সেলোনা সফরে গিয়ে সানচেজ এ তথ্য জানান ।
এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘সামনের দিনগুলোতে রাস্তাঘাট এবং আমাদের চেহারা আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মাস্ক পরা ছাড়াই রাস্তায় জীবন উপভোগ করতে পারবো।’
করোনা সংক্রমন ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল স্পেন। ফলে গেল বছর মে মাসে গণপরিবহনে চলাচলে মাস্ক পরা বাধ্যতামূলক করেছিল দেশটি। এরপর পরের সপ্তাহে ছয় বছরের অধিক বয়সী সবার জন্যই বাইরে রাস্তায় চলাচলে মাস্ক পরা আইনীভাবে বাধ্যতামূলক করা হয়। এই নিয়ম ভাঙ্গলে জরিমানার বিধান করা হয়েছিল।
ওয়ার্ল্ডো মিটারের তথ্যনুযায়ী গতকাল পর্যন্ত স্পেনে করোনা ভাইরাস সংক্রমণে ৮০,৬৫২ জন মানুষ মারা গেছেন এবং ৩৭,৫৭৪৪২ লাখেরও বেশি মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সূত্র/এএফপি