আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: ঢাকায় অবস্থিত গারোদের একমাত্র কমিউনিটি সেন্টার ‘নকমান্দি কমিউনিটি সেন্টার’র কো-অর্ডিনেটর প্রতাপ রেমা (৫৫) গতকাল ১ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ট্রাকচাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওয়ানগালার অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার সময় মতিঝিল ওয়াল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রতাপ রেমার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার তারানগরের কেন্দুয়া বাজারে। তিনি পরিবার নিয়ে সূত্রাপুর কলতাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী জানান, রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল ওয়ালটন মোড়ে ট্রাকচাপায় ওই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই মোটর সাইকেলকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যাচ্ছিলো। পরে তেজগাঁও থানা পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাকচালক পালিয়েছে।