আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ‘পলিসি এন্ড অ্যাডভোকেসি ডায়লগ’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় হালুয়াঘাট উপজেলা কনফারেন্স রুমে ইউএনডিপি এর মানবাধিকার বিষয়ক কর্মসূচীর সহায়তায় সেওয়াল সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার সভাপতি সুজা চিসিমের সভাপতিত্বে এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর টনি চিরান এর উপস্থাপনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যসহ প্রকল্প বিষয়ে বিশদ তথ্য উপস্থাপন করা হয়। আদিবাসীদের অনন্য সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য স্থানীয় প্রশাসনের বিভিন্ন দফরের কর্মকর্তাদের প্রতি দাবি জানানো হয় সেওয়াল সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ রেজাউল করিম সেওয়াল সমাজ উন্নয়ন সংস্থা’র কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও আদিবাসীদের অনন্য সংস্কৃতি, ইতিহাস- ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) এমরান আল-হোসাইন, উপজেলা পরিবার পরিবার কর্মকর্তা ডাঃ মুনীর আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সূত্রধর, উপজেলা সমবায় কর্মকর্তা এম এম কামরুল হুদা, সেওয়াল সমাজ উন্নয়ন সংস্থা’র প্রজেক্ট অফিসার বাদল চিসিম সহ স্থানীয় সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।