বান্দরবানে ম্রো জনগোষ্ঠী চিম্বুকের নাইতং পাহাড়ে পাঁচ তারকা হোটেল ও পর্যটন স্থাপনা নির্মাণ কার্যক্রম বন্ধের দাবি উঠেছে এবার জাতিসংঘে। হোটেল নির্মাণ উদ্যোগ বন্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ইউএন হিউম্যান রাইটস: অফিস অব দ্য হাইকমিশনার) ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের আদিবাসী বিষয়ক বিশেষ দূত ফ্রান্সিসকো কালি জে, চেয়ারম্যান দাঁতে পেস, ভাইস চেয়ারম্যান সূর্য দেবসহ কয়েকজন বিশেষজ্ঞ বাংলাদেশ সরকারের প্রতি এ আহব্বান জানান।

UNHRC

জাতিসংঘের বিবৃতিতে বিশেষজ্ঞরা উল্লেখ করেন, ২০২০ সালের সেপ্টেম্বরে বান্দরবান জেলায় ম্রোদের জমিতে রিসোর্ট নির্মাণ কাজ শুরু করে। এই হোটেল নির্মাণ হলে ঐ এলাকার পরিবেশ এবং ম্রো জাতিগোষ্ঠীর জীবনযাপনে মারাত্মক হুমকি সৃষ্টি হতে পারে।

জনবসতি এলাকায় এমন আন্তর্জাতিক মানের হোটেল নির্মাণে প্রস্তাবিত প্রকল্পের জন্য ভবন, রাস্তা, ড্রেন ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা দরকার। এ হোটেল নির্মাণের ফলে এই অঞ্চলের জীববৈচিত্র্য দূষিতসহ অত্র অঞ্চলের ১০ হাজার মানুষ উচ্ছেদের ঝুঁকিতে পড়বে। আদিবাসী বিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন, এমন বিশাল প্রকল্প বাস্তবায়নের আগে ক্ষতিগ্রস্ত স্থানীয় জাতিগোষ্ঠীর মানুষের সম্মতি নেয়া প্রয়োজন। সর্বপরী এই অঞ্চলের পরিবেশ ও সামাজিক প্রভাবের দিকগুলো গভীরভাবে নিরীক্ষণ করাও জরুরি বলে জানান।

এছাড়াও বিশেষজ্ঞরা উল্লেখ করে বলেছেন, জানুয়ারি থেকে দেশে আদিবাসীর মানবাধিকার নিয়ে কাজ করা কর্মীদের বিরুদ্ধে হুমকি ও ভয় দেখানোর প্রবণতা বাড়ছে। এসব মানবাধিকারকর্মীরা শান্তিপূর্ণভাবে ক্ষুদ্র জাতিসত্তার ভূমির অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। শান্তিপূর্ণ বিক্ষোভে অনুমতি, প্রতিবাদকারীদের হুমকি দেওয়া থেকে বিরত থাকা এবং শান্তিপূর্ণ সমাবেশগুলোর বিরুদ্ধে শক্তিপ্রয়োগ থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।