আ.বিমা টাইমস নিউজ ডেস্ক : আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। রোববার ধানমন্ডি ৩২ নম্বরে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন। জাতীয় শোক দিবসে এর সঙ্গে নিহত শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজধানী ঢাকার বনানী কবরস্থানে শায়িত শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ রোববার (১৫ আগস্ট) দিনের শুরুতেই শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাঁর শ্রদ্ধার পর কবরস্থান ও এর আশপাশের এলাকা সর্বসাধারণের জন্য শ্রদ্ধা জানাতে উন্মুক্ত করে দেন।

প্রথমে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু সহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।  এরপর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, কৃষক লীগ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও রাজনৈতিক কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক সংগঠন, ধর্মীয়সহ শিক্ষা প্রতিষ্ঠান এর অঙ্গ সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।