আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরের অন্তত ছয়টি জায়গায় দেশটির স্থানীয় সময় রাত আটটায় সশস্ত্র বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ সন্ত্রাসী হামলায় ৪ জনকে হত্যা করেছে এবং আহত হয়েছে আরো বেশ কয়েকজন। নিহতদের মধ্যে ২জন পুরুষ এবং ২জন মহিলাও রয়েছেন।
পুলিশ জানিয়েছেন, ভিয়েনায় ইহুদিদের প্রধান প্রার্থনা কেন্দ্রের কাছে গুলির ঘটনা ঘটলেও হামলাকারীদের টার্গেট সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায় নি।
ভিয়েনা শহরের পৌর মেয়র মিখাইল লুডভিগ জানান, নিহতদের একজন ঘটনাস্থলেই মারা যায়। আহত একজন নারীও মারা যান হাসপাতালে নেয়ার পর। ধারনা করা হচ্ছে আরও অন্তত ১৪ জন হাসপাতালে আছেন, যার মধ্যে ছয়জনের অবস্থা মারাত্মক। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছে।
দেশটির চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ এ ঘটনাকে ‘ঘৃণ্য সন্ত্রাসী হামলা’ আখ্যায়িত করে জানিয়েছেন যে বন্দুকধারীদের একজন নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন হামলাকারীদের একজনকে এখনো খুঁজছে পুলিশ।
যদিও প্রাথমিকভাবে এ হামলা সম্পর্কে এখনো পরিস্কার নয় যে, কতজন হামলাকারী এ সন্ত্রাসী হামলায় অংশ নিয়েছেন এবং হামলার টার্গেটিইবা কি ছিলো। তথ্যসূত্র: বিবিসি/বিএফএম