আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দ্বিতীয় ধাপের লক ডাউনের পর ফ্রান্সে করোনা সংক্রামন কমে গেলেও ফের ফ্রান্সে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই বলে মন্তব্য করেছেন প্যারিসের সেন্ট আন্তোনি হাসপাতালের সংক্রমণ রোগ বিভাগের প্রধান ক্যারিন লাকুম্বে। ফলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আবার নতুন করে দেওয়া লকডাউনের মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। ফ্রান্সে করোনা পরিস্থিত

লাকুম্বে স্থানীয় বিএফএম টেলিভিশনের এক সাক্ষাৎকার বলেন, ‘মহামারির দৃষ্টিকোণ থেকে যদি বলি তাহলে বলব, এই মহামারি কোনোভাবেই আমাদের নিয়ন্ত্রণে নেই।’

এদিকে দেশটিতে অধিকাংশ ব্যবস্যা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ আসন্ন বড়দিনের ছুটিতে ফ্রান্সসহ ইউরোপের অন্য দেশে করোনা সংক্রমণ আরও বেড়ে যেতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন। ফ্রান্সে করোনা পরিস্থিত

এছাড়াও গত মঙ্গলবার করোনা পরিস্থিতির পাওয়া আপডেট রিপোর্টানুযায়ী ফ্রান্সে ২৪ ঘণ্টায় করোনায় ৮০২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৯৫ জন। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, করোনায় ফ্রান্সে এখন পর্যন্ত মারা গেছেন ৬১ হাজার ৮২১ জন এবং আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন।

এমন পরিস্থিতে দেশটিতে আগামী ২৭ ডিসেম্বর ২০২০ থেকে করোনা ভ্যাক্সিন প্রয়োগে পরিকল্পনার কথা স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।