আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্যারিসের শহরতলী সেভরান (Sevran) এলাকায় অবস্থিত l’hôpital René-Muret de Sevran, Seine-Saint-Denis প্রভিন্সের এক ৭৮ বয়সী একজন নারীকে ভ্যাকসিন দেয়ার মাধ্যমে ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে করোনা প্রতিষেধক ভ্যাকসিনেশান কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়াও ফ্রান্সসহ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সমন্বিত ভ্যাকসিন কার্যক্রম চালু করছে ইউরোপীয় ইউনিয়ন। একে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ‘ঐক্যের এক মর্মস্পর্শী মুহূর্ত’ বলে আখ্যায়িত করেছেন। শনিবার তিনি বলেন, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন এরইমধ্যে ২৭টি সদস্য রাষ্ট্রে পাঠানো হয়েছে। অনেক রাষ্ট্রই পাওয়া মাত্রই ভ্যাকসিন কার্যক্রম চালু করেছে। তারা একদিনও অপেক্ষা করতে পারছিল না। এ খবর দিয়েছে বিবিসি। ফ্রান্সে করোনা প্রতিষেধক ভ্যাকসিনেশান
ফলে শীগগিরই চালু হচ্ছে ইউরোপজুড়ে ৪৪ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে ভ্যাকসিন প্রদান। এর আগে ইউরোপীয় মেডিসিন এজেন্সি এবং ইউরোপীয় কমিশন ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দেয়। ইইউ এরইমধ্যে ২ বিলিয়ন ডোজ ভ্যাকসিন নিশ্চিত করেছে।ফলে শীগগিরই চালু হচ্ছে ইউরোপজুড়ে ৪৪ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে ভ্যাকসিন প্রদান। এর আগে ইউরোপীয় মেডিসিন এজেন্সি এবং ইউরোপীয় কমিশন ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দেয়। ইইউ এরইমধ্যে ২ বিলিয়ন ডোজ ভ্যাকসিন নিশ্চিত করেছে।ফলে শীগগিরই চালু হচ্ছে ইউরোপজুড়ে ৪৪ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে ভ্যাকসিন প্রদান। এর আগে ইউরোপীয় মেডিসিন এজেন্সি এবং ইউরোপীয় কমিশন ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দেয়। ইইউ এরইমধ্যে ২ বিলিয়ন ডোজ ভ্যাকসিন নিশ্চিত করেছে।
ফ্রান্সে গত ২৪ প্রায় ১৫ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া শুক্রবার দেশটিতে নতুন ধরণের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তথ্য/টিএফ আই