যিনি সোমেশ্বরী নদীর তীব্র ভাঙ্গন ঠেকাতে সেদিন অসুস্থতা জেনেও নিজের জীবন বাজি রেখে দেশ ও দশের কল্যাণে ছুটে এসেছিলেন। সে গরীব হতে পারে; কিন্ত পরহিতে কতটা কাতর হতে পারেন সে নজির সেই মাধবপুর গ্রামের আমেনা আশাক্রা নিজেই। তার স্বামী রবিন চিছাম, গ্রাম- মাধবপুর, থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোনা।
মানবতায় যার প্রাণ সব সময় কাঁদে সেই সহযোদ্ধা আমেনা আশাক্রা (৫১) গত ৫ মাস ধরে হার্টের মাইত্রাল ভাল্ব (mitral valve) বিকল হয়ে শয্যাশায়ী আছেন। ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হস্পিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল তার একটা মাইত্রাল ভাল্ব কাজ করছে না; এমতাবস্থায় তার শরীরের দুটো ভাল্ব অপারেশন করলে ভালো বলেও জরুরী পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ডা. আখতারুন নাহার।
এলাকার যুব নেতা হিলারিউস গছি রিছিল আমিনার পারিবারিক এবং শারীরিক অবস্থা সম্পর্কে আ.বিমা টাইমসকে জানান, ডক্টরের নির্দেশানুযায়ী গেল নভেম্বর বিভিন্ন টেস্ট করে জানা গেছে তার স্বাস্থ্যের চরম অবনতি। আমেনার সংসার দিন আনে দিন খায়। তার স্বামী একজন মটর সাইকেল চালক। গ্রামীণ জনপদে মটর সাইকেল ভারা কেটে কোনরকম সংসার চালায়। শহর নয় যে ভাড়া কাটা যায় এবং অনায়াসে অর্থ উপার্জন সম্ভব। বরং দেখা যায় একদিন মটর সাইকেল ভাড়া না কাটলে সংসারের সকলকে পানি খেয়ে উপোস থাকতে হয়। এমন অভাবী সংসারে আরও দুই ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে হাইস্কুল পাস করেছে। আর ছোট ছেলে ক্লাস সিক্সে পড়ে যাদের লেখা পড়ার খরচ যোগানো অনিশ্চিত হয়ে পড়েছে। এরই মধ্যে আমেনার চিকিৎসা বাবদ ধার দেনা করে প্রায় ৬০হাজার টাকা খরচ হয়ে গেছে। শেষ সম্বল বলতে সামান্য ভিটেবাড়ীর মাটি ছাড়া কিছু নেই। স্বামী রবিন চিছাম দৈনিক মটর সাইকেল ভাড়ায় চালিয়ে যে অর্থ উপার্জন করে তা দিয়ে সংসারে দুমুঠো ভাত ঠিকমতো জোটে না, স্ত্রীর দুটো ভাল্ব প্রতিস্থাপন বাবদ ও আনুসঙ্গিক চিকিৎসার জন্য প্রায় ৩ লক্ষ টাকা জোগাড় করবে কি করে! ফলে মানবতাবদী সকলের কাছে সুচিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়েছেন-
আর্থিক সহায়তা প্রদানের বিস্তারিত তথ্য পেতে:
বিকাশ এবং রকেট নাম্বার (আমেনা’র স্বামী)- ০১৮৩৫-০৪৩৩৪৮
এমন দীনহীন পরিবারে আপনার সামান্য অনুদান, সমাজের সকল দয়াবান, বিত্তবান, মানতাবাদী সংগঠনসহ সকলের আর্থিক সাহায্যই যোগাতে পারে আমেনা আশাক্রার সুচিকিৎসার খরচ। তার দ্রুত চিকিৎসা করতে না পারলে, মৃত্যুর পথ চেয়ে বসে থাকা ছাড়া আর কোন উপায় নেই। একমাত্র আপনাদের সবার অনুদান, নিবু নিবু প্রদীপের আলোয় ঘুরে দাঁড়াবার আশা জাগাতে পারে।