আপনি যদি ওয়ার্ডপ্রেস সাইট বা ব্লগ পরিচালনা করে থাকেন তবে আপনি অবশ্যই গুগল র্যাঙ্কিং, অর্গানিক ট্র্যাফিক এবং এর উপযোগগুলির সুযোগ প্রচুর মিস করছেন! যেখানে গুগলের মতোন বড় প্রতিষ্ঠানগুলো সব সময় অর্গানিক ট্র্যাফিককে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। বর্তমান সময়ে আপনার সাইটে বা ব্লগে ট্র্যাফিক বিভিন্ন উপায়ে পাওয়া যেতে পারে, এবং সহজ উপায়ে আনা যেতে পারে। তবে আপনি আপনার সাইটে ট্র্যাফিক কিভাবে এবং বৈধ উপায়ে অর্গানিক ট্র্যাফিক আনতে পারেন সেটা নির্ভর করছে আপনার উপর। আর সে কারনে আপনি পদ্ধতিগতভাবে ওয়ার্ডপ্রেস নির্ভর একটি প্লাগিন ব্যবহার করতে পারেন। যা আপনার ওয়ার্ডপ্রেস সাইটকে গুগল র্যাঙ্কিং, এবং অর্গানিক ট্র্যাফিক দুটোর জন্যই যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে থাকে।
ওয়ার্ডপ্রেস এসইও কি- ওয়ার্ডপ্রেস এসইও এমন একটি সংক্ষিপ্ত রূপ যা অনুসন্ধান ইঞ্জিন অপ্টিমাইজেশানকে বুঝায়। সার্চ ইঞ্জিনগুলিতে উচ্চতর র্যাঙ্কিং করে আরও ট্রাফিক পেতে ওয়েবসাইট পরিচালকারীরা এটিকে আধুনিক এবং প্রযুক্তিগত একটি শ্রেষ্ঠ কৌশল হিসাবে ব্যবহার করছেন। এছাড়াও এটি একটি গুগলের অনুসন্ধান ইঞ্জিন অপ্টিমাইজেশন ট্রাকিংয়ের বড় একটি অংশ।
আপনি কীভাবে নিশ্চিত হবেন যে, আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি অনুসন্ধান ইঞ্জিনগুলির জন্য অনুকূলিত হয়েছে, অথবা নয়! বিষয়টি সম্পর্কে আপনার বিশেষ কোন ধারণা না থাকলে এসইও বিশেষজ্ঞদের পরামর্শ এবং সহায়তা নিতে পারেন। বিশেষজ্ঞদের পরামর্শ এবং সহায়তা পেতে বিশ্বব্যাপি সুপরিচিত ফ্রিল্যান্সিং সাইট যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ইত্যাদি সাইটে গিয়ে দক্ষ এবং পেশাদার ফ্রিল্যান্সারের সহায়তা নিতে পারেন।
মূলত ওয়ার্ডপ্রেসে SEO প্লাগইনের মাধ্যমে আপনার সাইটটিকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সহায়তা করে। সে কাজটি করার জন্য আপনি অনেকগুলি এসইও প্লাগইন ফ্রীতে অথবা প্রেমিয়াম (যা ক্রয়যোগ্য) পেতে পারেন। প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েভ সাইট অথবা ওয়ার্ডপ্রেস ডেসবোর্ডের ডিরেক্টরিতে প্লাগইনগুলো পেতে পারেন।
অতএব ওয়ার্ডপ্রেসের জন্য কোন এসইও প্লাগইন সবচেয়ে ভাল তা নিচের লিষ্ট থেকে যাছাই-বাঁছাই করে নিতে পারেন। আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে এখানে অনেক দুর্দান্ত এবং বেশ কিছু এসইও ওয়ার্ডপ্রেস প্লাগইন চার্ট দেয়া গেল যা আপনি আপনার পৃথক ওয়ার্ডপ্রেস নির্ভর করে বিশ্বস্তভাবে ব্যবহার করতে পারেন। তবে এটি জেনে রাখা গুরুত্বপূর্ণ যে, সমস্ত এসইওর মান, ফিচার এবং আনুসঙ্গিক সুবিধাসমূহ সমান নয়; তবে বাজারে পাওয়া কিছু প্লাগইনগুলোর চাইতে অবশ্যই ভাল।
নিম্নে টপস ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন (SEO Plugin) ফর ২০২১ এর জন্য বাজারের সেরা প্লাগইনগুলো লিষ্টগুলো দেয়া গেল-
১। ইওষ্ট এসইও (Yoast SEO), যা ফ্রী অথবা প্রিমিয়াম কিনতে পাওয়া যায়।
২। স্যামরোশ এসইও (SEMruch SEO), যা ফ্রীতে পাওয়া যায়।
৩। গুগল এক্সএমএল সাইটম্যাপস (Google XML Sitemaps), যা ফ্রীতে পাওয়া যায়।
৪। এসইও আল্টিমেট (SEO Ultimate), যা ফ্রী অথবা প্রিমিয়াম কিনতে পাওয়া যায়।
৫। স্কয়ারলি এসইও (Squirrly SEO), যা ফ্রী অথবা প্রিমিয়াম কিনতে পাওয়া যায়।
৬। রেঙ্ক ম্যাথ (Rank Math), যা ফ্রীতে পাওয়া যায়।
৭। দ্যা এসইও ফ্রেমওয়ার্ক (The SEO Framework), যা ফ্রীতে পাওয়া যায়।
৮। গুগল এ্যানেলিটিক ডেসবোর্ড (Google Analytics Dashboard), যা ফ্রী অথবা প্রিমিয়াম কিনতে পাওয়া যায়।
৯। অল ইন ওয়ান স্কেমা রিস স্নিপ্যাটস (All in one Schema Rich Snippets), যা ফ্রীতে পাওয়া যায়।
১০। অল ইন ওয়ান এসইও প্যাক (All in One SEO pack), যা ফ্রী অথাব প্রিমিয়াম কিনতে পাওয়া যায়।
১১। এসইও প্রেস (SEO Press), যা ফ্রী অথবা প্রিমিয়াম কিনতে পাওয়া যায়।
১২। ব্রোকেন লিঙ্ক চেকার (Broken Link Checker), যা ফ্রীতে পাওয়া যায়।
আপনার ওয়ার্ডপ্রেস সাইট বা ব্লগটি গুগল রেঙ্কিংয়ে আনতে হলে এসইওর কোন বিকল্প নেই। সেটা হতে পারে ওফ পেজ (off page SEO) অথাব অন পেজ (on page SEO) এসইও। অর্থাৎ আপনাকে খুব ভাল প্লাগইন এসইওগুলিতে মনোনিবেশ করতেই হবে। যেকোন ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন ইনস্টল করতে গেলে নির্ধারিত নির্দেশিকাগুলো অনুসরণ করা উত্তম।
লুই সাংমা, প্যারিস, ফ্রান্স
ওয়েভ ডেভেলপার, ব্লগার, আন্তর্জাতিক ফ্রিল্যান্সার এবং সাহিত্য কর্মী।