আ.বিমা টাইমস, ময়মনসিংহ: ৫ই ফেব্রুয়ারী ২০২১ (শুক্রবার) ময়মনসিংহ খ্রীষ্টিয়ান ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পর্ষদে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সক্রিয় সদস্য এবং সরাসরি ভোটে ‘ইউনুস-দুলেন-মার্টিন-মুকুট’ প্যানেলের নিরঙ্কুশ সংখ্যা গরিষ্টতা অর্জন করেন। ময়মনসিংহের ভাটিকেশরের মিশন স্কুলে (হলি ফ্যামিলি স্কুল) নির্বাচনটি অনুষ্ঠিত হয়।
নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল ১০-৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের সর্বশেষ আপডেট এবং নির্বাচন কমিশনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ইউনুস সাংমা (চিছাম), চেয়ার প্রতীকে ২৬৪ ভোটে সভাপতি পদে জয়লাভ করেন। এছাড়াও প্যানেলে অন্যান্য পরিচালনা পর্ষদের মুকুট স্নাল (কোষাধ্যক্ষ পদপ্রার্থী) বাদে বাকী সবাই নির্বাচিত হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পলাশ রেমা, ছাতা প্রতীকে ২২৪ ভোট পান। এহেন মজার ব্যাপার হলো পলাশ-তিতুস-সুকুমার-প্যানেলের সবাই হারলেও একই প্যানেলের জেমস চিরান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী তিনি একা বিজয়ী হয়েছেন।
ছবি: নির্বাচিত ইউনুস প্যানেল
নির্বাচিত ‘ইউনুস’ প্যানেলে আরও যাঁরা বিজয়ী হয়েছেন যেমন দুলেন আরেং- সহ-সভাপতি, মার্টিন এম. মানখিন-সম্পাদক, প্যারিশ চিসিম-পরিচালক, লিটন মৃ-পরিচালক, সুর্বণা পলি দ্রং- পরিচালক, রোজী রংমা- পরিচালক এবং সেবাস্টিন আরেং-পরিচালক প্রমুখ।
মূলত এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন বাঘা দুটি পুর্ণ প্যানেল। এদের মধ্যে একটি হচ্ছে ‘পলাশ-তিতুস-সুকুমার-জেমস’ এবং অন্যটি ‘ইউনুস-দুলেন-মার্টিন-মুকুট’ প্যানেল। সভাপতি পদপ্রার্থী ইউনুস সাংমা ‘চেয়ার’ এবং পলাশ রেমা ‘ছাতা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যক্ষদর্শী ওখানকার এক সক্রিয় সদস্য বলেন, ‘প্যানেল দুটির মধ্যে বেশি ভোটের ব্যবধানে জিতেনি, বরং বলতে হবে হাড্ডাহাড্ডি লড়াই এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।‘
আজকের ক্রেডিট নির্বাচন এবং পরাজয়ের প্রতিক্রিয়া সম্পর্কে সভাপতি পদপ্রার্থী জনাব পলাশ রেমা আ.বিমা টাইমকে টেলিফোনে বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে এবং আমি ফলাফল মেনে নিয়েছি, বিজয়ী প্যানেলকে আন্তরিক অভিনন্দনও জানিয়েছি। নির্বাচনে বিরোধীতার প্রয়োজনে বিরোধী প্যানেলে ছিলাম, কিন্তু আমরা চাই একতা এবং সমিতির প্রকৃত উন্নয়ন।‘
বৃহত্তর ময়মনসিংহে বসবাসরত গারো আদিবাসী এবং অন্যান্য খ্রীষ্টান দ্বারা পরিচালিত বৃহৎ একটি অর্থলগ্নি প্রতিষ্ঠান গড়ে উঠে যার নাম ‘ময়মনসিংহ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’। বর্তমানে সমিতির ক্যাপিটাল প্রায় ১৫ কোটি। আর সদস্য ও সদস্যার সংখ্যা প্রায় ১ হাজার ৫ শত। সমিতির রেগুলার সদস্য রয়েছেন ৮৭৪ জন।
এদিকে ‘ইউনুস-দুলেন-মার্টিন-মুকুট’ প্যানেলের ৮ দফা নির্বাচনী ইশতেহার এবং ইতোমধ্যে জনসম্মুখে যে ওয়াদাগুলো করেছেন তা অক্ষরে অক্ষরে পালন; সর্বপরী তাঁর অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করতে দ্বিতীয় মেয়াদে সুযোগ পেলেন। বিজয়ের মালা পরে আগামীর প্রতিনিধিত্ব এবং সমিতির ১৫ কোটি ক্যাপিটাল দেখভালের গুরু দায়িত্ব পুনরায় ফিরে পেলেন তিনি।