আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফিরছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ খবরটি দিয়েছে অনলাইন সিএনএন। তবে ফেসবুক, টাইটার সামাজিক মাধ্যমে নয়, এবার তিনি ফিরেছেন এবং আত্মপ্রকাশ করছেন তারঁ নিজস্ব নেটওয়ার্কে। গত রোববার ফক্স নিউজের ‘মিডিয়াবাজ’ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন তাঁর দীর্ঘ সময়ের উপদেষ্টা এবং ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের মুখপাত্র জ্যাসন মিলার।
তাঁর মুখপাত্র জ্যাস মিলার তিনি বলেছেন, খুব সম্ভবত দুই থেকে তিন মাসের মধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরছেন। যার ফলে আকর্ষণ করবে লাখ লাখ নতুন ব্যবহারকারীকে। আর এর মাধ্যমে পুরোটা নতুন করে খেলা শুরু করবেন তিনি। জ্যাসন মিলার আরও বলেছেন, আমার মনে হয় এটা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি আলোচিত ঘটনা।
এহেন উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের পরে এবং ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে নৃশংস হামলার পর ট্রাম্পের একাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। সে সময় ক্ষুব্ধ হয়ে তিনি নিজেই এমন একটি সামাজিক যোগাযোগ গড়ে তুলবেন বলে জানিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই ইস্যূতে তখনই বিশ্লেষকরা কেউ কেউ বলেছেন যে, তিনি সহজে পিছপা হবার মতোন নয়। রোববারের এই ঘটনায় হয়তো তারই প্রতিফলন ঘটতে চলেছে এবং সেই আসল মহেন্দ্রক্ষণটি আর বোধয় বেশি দুরে নয়!
জ্যাসন মিলারের মতে, এর মধ্য দিয়ে সবাই অপেক্ষায় থাকবেন এবং দেখতে চাইবেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প কি করেন। এরই মধ্যে তিনি অনেক কোম্পানির কাছে ধারনা নিয়েছেন।। নতুন প্লাটফর্ম ব্যাপারে বিশদ আলোচনাও করছেন তারা। আসলে এই প্লাটফর্ম হবে বিশাল। তাঁকে সবাই চান; তিনিও এই প্লাটফর্মে সকল মানুষের সঙ্গে যুক্ত থাকতে চান বলে তিনি জানান। সুত্র: অনলাইন সিএনএন