আন্তর্জাতিক নিউজ ডেস্ক: স্বাধীনতার মহান নায়ক, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন বন্ধুপ্রতিম দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার (২৬ মার্চ ২০২১) সকাল সাড়ে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বিমানবন্দরে মোদিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বঙ্গবন্ধুর কন্যা, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় ভারতের প্রধানমন্ত্রীকে একুশবার তোপধ্বনি দিয়ে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এরপর ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে শেখ হাসিনা অভ্যর্থনা মঞ্চে একটি সুসজ্জিত বাহিনী গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে নরেন্দ্র মোদিকে মন্ত্রিপরিষদের সদস্য ও তিন বাহিনীর প্রধানগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে প্রথম আনুষ্ঠানিকতা শেষে ভারতের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

নরেন্দ্র মোদির ঢাকা সফর১

ভারতে প্রধানমন্ত্রীর বিকেলের কর্মসূচীর মধ্যে জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠানে যোগ দান। এরপর তিনি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিবেশি দেশ হিসেবে করোনা পরিস্থিতি আলোচনা সহ ভারতের প্রধানমন্ত্রী মোদির সফরে অন্তত ৬টি  সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে, তবে কোন চুক্তি হচ্ছে না। অর্থাৎ সফরের যৌথ ঘোষণা সই হবে, যা দু’দেশের মধ্যে আগামী পথ চলার নির্দেশনামূলক হিসেবে কাজ করবে।

এছাড়াও মোদির সফরকালে মুজিবনগর স্বাধীনতা সড়ক, ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন সার্ভিস, বঙ্গবন্ধু-বাপু মিউজিয়াম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে উদ্বোধন করবেন। এ সফরে দুদেশের মধ্যে কানেকটিভিটি, ব্যবসা-বাণিজ্য, করোনা প্রতিরোধ, পানি বণ্টন, সন্ত্রাসবাদ মোকাবিলা, বিদ্যুৎ সহযোগিতা ইত্যাদি নিয়ে বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে।

নরেন্দ্র মোদির ঢাকা সফর২

আগামীকাল ২৭শে মার্চ সাতক্ষীরা ও গোপালগঞ্জ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দিরে প্রার্থনা করবেন এবং সেখানকার হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর নরেন্দ্র মোদি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। টুঙ্গিপাড়ায় মোদিকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার পর কাশিয়ানির ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন এবং একই সঙ্গে মতুয়া সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময়ে কথা রয়েছে। সেদিনের পরিদর্শন শেষে তিনি হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন এবং ওই দিনই তিনি দিল্লিতে ফিরে যাবেন।

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর ঢাকায় দ্বিতীয় সফর। এর আগে তিনি ২০১৫ সালের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি শীর্ষ বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছিলেন। সূত্র: পিএ