আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফ্রান্সসহ গোটা বিশ্বে করোনার থাবা যেন থামতেই চায় না। দেশটিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আরও কঠোর হয়েছে ফ্রান্স সরকার। ইতোমধ্যে দেশটিতে পুরো দেশ জুড়ে মাসব্যাপি লকডাউন জাড়ি করেছে। তবুও দেশটিতে করোনা সংক্রামন ও প্রাণহানি অব্যাহত রয়েছে। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে ১ লাখ ৭৩ জন। ফলে করোনায় মোট মৃত্যু লাখ ছাড়ালো ফ্রান্স।

অন্যদিকে আজ শুক্রবার (১৬ এপ্রিল ২০২১) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ৮৩৯ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৯ লাখ ৯৯ হাজার ২৪৬ জনে দাঁড়িয়েছে।

ফ্রান্সের করোনা পরিস্থিতি বৃস্পতিবার (১৫ এপ্রিল, ২০২১) গত ২৪ ঘন্টার সর্বশেষ তথ্য অনুসারে ২৪ ঘন্টায় করোনায় মারা গিয়েছে ২৯৭ জন মারা যাওয়া এবং নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪৩, ৫৫৫জন।

আজ শুক্রবার ফ্রান্সের স্থানীয় সকাল পৌনে ন’টায় দেখা যায় করোনায় মোট মৃত্যু হয়েছে ১০০,০৭৩জন, করোনায় সংক্রমন হয়েছে ৫,১৮৭,৮৭৯ জন। এর মধ্যে এক্টিভ ক্যাস রয়েছে ১,১০৯,৪৫০জন এর মধ্যে করোনা আক্রান্তে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে মোট ৫,৯২৪ জন। আক্রান্তের মধ্যে করোনামুক্ত হয়েছেন ৩,৯৭৮,৩৫৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। গোটা বিশ্ব এখনো করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে।