আন্তর্জাতিক নিউজ ডেস্ক: খ্রীষ্টিয়ান রোমান ক্যাথলিকদের ধর্মগুরু ৮৪ বছর বয়সী পোপ ফ্রান্সিস ইতালির রোমে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তাঁর ‘কোলন ডাইভারটিকুলাইটিস’ রোগের সার্জারি করা হবে।

তিনি হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা আগে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ঐতিহ্যবাহী রোববারের বিশেষ প্রার্থনায় ‘সানডে অ্যাঙ্গেলাস প্রেয়ার’ এ অংশ নেন পোপ ফ্রান্সিস। রোববার বিশেষ প্রার্থনার পর বিকেলে পোপ রোমের জেমেলিয়া হাসপাতালে গেছেন। সেখানে তাঁর রোগের সার্জারি করা হবে।

পোপের হাসপাতালে ভর্তি হওয়ার পর রবিবার গভীর রাতে প্রকাশিত একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ভ্যাটিকানের মুখপাত্র মাত্তিও ব্রুনি এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

২০১৩ সালে পোপ হওয়ার পরে প্রথমবারের মতো ফ্রান্সিসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্যা নিউ ইয়র্ক টাইমস এবং ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান এ তথ্য জানিয়েছেন।