আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: আজ বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার পূর্ণ ডোজ টিকার কার্যকারিতা ছয় মাসের মধ্যেই কমতে শুরু করে, এ তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকেরা। করোনা সংক্রান্ত অ্যাপ জেডওই কোভিড থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গবেষণাটি চালানো হয়েছে।
করোনা টিকার কার্যকারিতা নিয়ে এর আগেও বিভিন্ন গবেষণায় বলা হয়েছিল, করোনার টিকাগুলো কমপক্ষে ছয় মাস সুরক্ষা দেয়। এরপর নতুন গবেষণায় বলা হয়েছে, ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর এটি শরীরে করোনার বিরুদ্ধে ৮৮ শতাংশ সুরক্ষা দেয়। তবে পাঁচ থেকে ছয় মাস পর এই সুরক্ষা নেমে আসে ৭৪ শতাংশে।
অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার চার থেকে পাঁচ মাস পর সুরক্ষাব্যবস্থা ৭৭ শতাংশ থেকে কমে ৬৭ শতাংশে দাঁড়ায়। নতুন এই গবেষণা করা হয়েছে ১২ লাখের বেশি করোনা পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে।
ফলশ্রুতিতে এসব টিকা গ্রহণকারীরা আসন্ন শীতের আগেই বয়স্ক লোকজন ও স্বাস্থ্যকর্মীদের শরীরে এই সুরক্ষার হার কমে ৫০ শতাংশের নিচে চলে আসতে পারে বলে আশঙ্কা করছেন জেডওই কোভিডের গবেষক টিম স্পেকটর। তাঁরা বাড়তি ঝুঁকির মধ্যে থাকবেন বলেও জানান তিনি।
এ বিষয়টি স্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলছে। বর্তমানে করোনা সংক্রমণের হার এখনো বেশি। একই সঙ্গে সংক্রমণের ঝুঁকিও কমছে না। এমন পরিস্থিতিতে শরীরে সুরক্ষাব্যবস্থা কমে যাওয়ার বিষয়টি আমলে নিচ্ছেন এবং আগাম করনীয় বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন অনেক উন্নত বিশ্ব। /বিএফএম