নিউজ ডেস্ক: টাঙ্গাইল জেলায় মধুপুরে করোনায় এক আদিবাসী গারো লেজুস কামা নামে মারা গেছেন। তিনি পেশাগতভাবে ঢাকায় চাকরী এবং রাজধানীর কালাচাঁদপুরে পরিবারসহ বসবাস করতেন। জানা যায়, তিনি ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তার স্ত্রী আগে করোনা আক্রান্ত হয় এবং টেস্টেও পজিটিভ আসে। এমতাবস্থায়, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন এবং এরপর তার স্বামীও করোনা পজিটিভ ধরা পরে। গত ১৬ জুন মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এ হাসপাতালেই কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত অবস্থায় স্ট্রোক করে এবং গতকাল ২১ জুন রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যু বরণ করেন। এছাড়াও, তিনি কিডনি সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন।
জলছত্র ধর্মপল্লীর সহকারী ধর্মযাজক রেভা. ফা. বরার্ট নকরেক সিএসসি’র ভাষ্য মতে, মৃতদেহটি কবরস্থ করতে গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আমলীতলা গ্রামে নেওয়া হলে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে গ্রামবাসীর বাধার মুখে পড়ে; পরে ধর্মীয়ভাবে কবর আশীর্বাদিত করে প্রশাসনিকভাবে নিজ বাড়ীতেই রাত ১২টার পর কবরস্থ করা হয়।
এছাড়াও গারো আধ্যূসিত আদিবাসী এলাকার জয়নাগাছা গ্রামে করোনা উপসর্গ নিয়ে জেনারেল দালবত নামের এক ব্যক্তি গত কয়েকদিন আগে ঢাকা থেকে ফিরে নিজ বাড়ীতে তিনদিন অসুস্থ থাকার পর মারা গেছেন বলে জানা যায়। এরপর গ্রামটিতে প্রশাসনিকভাবে রেড এলার্ট জারি করে; ফলে পার্শ্ববতী এলাকাগুলোতে করোনা আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়।