আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: যাজক হিসেবে অভিষিক্ত হলেন নিপুন নিকোলাস দফো। আজ ৭ ডিসেম্বর শুক্রবার শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মরিয়মনগরে সাধু জর্জের ধর্মপল্লীতে মহাসমারোহে তাকে যাজক হিসেবে অভিষিক্ত করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ পনেন পল কুবি সিএসসি। এর আগে ৬ ডিসেম্বর বৃহস্পতিবার তার পবিত্র থক্কা অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামীকাল শনিবার ফাদার নিপুন দফো শেরপুর সদরের চরশ্রীপুরে তার নিজ বাড়িতে ধন্যবাদের খ্রীস্টযাগ উৎসর্গ করবেন।
ফাদার নিপুন নিকোলাস দফোর জন্ম ৩ মার্চ ১৯৮৭ খ্রীস্টাব্দে শেরপুর সদরের চরশ্রীপুর গ্রামে। মাতা সুশিলা শিশিলিয়া দফো, পিতা স্বর্গীয় নসেন্দ্র চিসিম। ৬ ভাই, ৫ বোনের মধ্যে ফাদার নিপুন দফোর অবস্থান অষ্টম। তিনি ২০০৭ খ্রীস্টাব্দে কর্পোস খ্রিস্টি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ২০০৯ খ্রীস্টাব্দে ময়মনসিংহের আলমগীর মন্সুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি এবং ২০১৪ খ্রীস্টাব্দে ঢাকার নটরডেম কলেজ থেকে স্নাতক পাস করেন। ২০১৪ খ্রীস্টাব্দ থেকে ২০২১ খ্রীস্টাব্দ পর্যন্ত ঢাকার বনানী পবিত্র আত্না উচ্চ সেমিনারীতে দর্শন ও ঐশ্বতত্ত্ব বিষয়ে পড়াশোনা করেন।
রাজশাহীর সুরশুনি ধর্মপল্লীতে ২০১৫ খ্রীস্টাব্দে, গাজীপুরের নাগরী ধর্মপল্লীতে ২০১৭ খ্রীস্টাব্দে এবং ১৬ জুন ২০১৭ খ্রীস্টাব্দ থেকে ৩০ জুন ২০১৮ খ্রীস্টাব্দ পর্যন্ত পালকীয় কাজের অভিজ্ঞতা লাভ করেন। ১১ জুন ২০২১ খ্রীস্টাব্দে ঢাকার পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে তিনি ডিকন হিসেবে অভিষিক্ত হন। এরপর তিনি হালুয়াঘাটের ঝলঝলিয়া ধর্মপল্লীতে পালকীয় সেবা কাজ করেন।