আজকাল স্মার্টফোন ছাড়া জীবন অচল। এই স্মার্টফোন জীবনে গতি আনার পাশাপাশি বেশ জটিল করে তুলছে আমাদের প্রত্যেকের জীবনব্যবস্থাকে। যদিও আপাত দৃষ্টিতে স্মার্টফোন আপনার সহায়ক হলেও বাস্তবে এই ডিভাইসটি আপনার নিরাপত্তাহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে দিনকে দিন। ফলে আপনি একটু অসাবধান হলে আর্থিক ক্ষতির পাশাপাশি পেশা জীবন, সামাজিক জীবন এবং ব্যক্তিগত জীবনও মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। স্মার্টফোন থেকে সবচেয়ে বেশি যে তথ্য গোপনে পাচার হয়, আর তা হলো আপনার ব্যক্তিগত তথ্য, তা কি আপনি জানে! না জানার ফলে আপনার ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক তথ্য অনিরাপদ হতে বাধ্য।

আপনার স্মার্টফোনকে নিরাপদ রাখতে নীচের কিছু পরামর্শ অনুসরণ করলে আপনি শতভাগ নিরাপদ থাকার সুযোগ রয়েছে, যেমন-

১) আপনার স্মার্টফোনের লজিসিয়াল নিয়মিত আপডেট করতে হবে

২) ফোন সবসময় অটো লক মুডে রাখুন, এবং নিয়মিতভাবে পাসওয়ার্ড চেঞ্জ করুন

৩) শুধুমাত্র অফিসিয়াল সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করুন

৪) এনক্রিপশন বা নিবন্ধন করে যেকোন অ্যাপ ব্যবহার করুন

৫) পাসওয়ার্ড ম্যানেজমেন্ট আপডেট রাখুন অর্থাৎ তিনমাস অন্তর হালনাগাদ করুন

৬) ফোনে অব্যবহৃত অ্যাপ আন-ইনস্টল করে রাখুন

৭) অপ্রয়োজনীয় কানেকশন বন্ধ করে রাখুন

৮) যেকোন জায়গায় নিজের ই-মেইল আইডি ব্যবহার করুন

৯) একটি সিকিউরিটি সল্যুশন ইনস্টল করে ব্যবহার করুন

১০) আপনি ব্লুটুথ ব্যবহার করার সময় সুরক্ষিত তা নিশ্চিত করুন

এছাড়াও আপনার ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে সার্ভিস প্রোভাইডারের কাছে জরুরী সেবা নিন।

ঝামেলাহীন একটি জীবন আপনাকে আপনার কাঙ্খিত লক্ষ্যে সহায়তা করতে পারে। অন্যথায় স্মার্টফোন ব্যবহারারী হিসেবে যেকোন মুহুর্তে আপনি বিড়ম্বনার শিকার হতে পারেন। ঘটে যেতে পারে অনাঙ্খিত অনেক ঘটনা। উপরোক্ত সব বিষয় আপনি সচেতন হলে আপনার স্মার্টফোন নিরাপদ থাকবে। আপনার তথ্য ভান্ডারও নিরাপদে থাকবে।

লুই সাংমা, প্যারিস, ফ্রান্স।

ওয়েভ ডেভেলপার, ব্লগার, আন্তর্জাতিক ফ্রিল্যান্সার এবং সাংস্কৃতিক কর্মী