বাপন নেংমিঞ্জা, শেরপুর: শেরপুর জেলার নালিতাবাড়ী থানার পানিহাটা গ্রামের নিবাসী প্রয়াত মলয় রেমার স্ত্রী সনন্দা মানখিন তার জামাতা গলিয়াত রেমার অত্যাচারে অতিষ্ট হয়ে সংবাদ সম্মেলন করেছেন। আজ ২৭ জানুয়ারী ২০২৩ সনন্দা মানখিন তার নিজ উঠানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনের আয়োজক জানান, তার ছয় ছেলে ও সাত কন্যাসহ দীর্ঘদিন ধরে পানিহাটা তারানী গ্রামে বসবাস করে আসছে। কিন্তু তার বড় মেয়ের জামাই গলিয়াত রেমা তার বিভিন্ন ধরণের কুকর্মের মাধ্যমে তাদের এই সুখের পরিবারে অশান্তি ছড়াচ্ছে। গারো পরিবার মাতৃতান্ত্রিক হওয়ায় তার বড় মেয়ের জামাই গলিয়াত রেমা পরিবারের সকল সম্পত্তিতে হস্তক্ষেপ করতে চেয়ে নানা ধরণের সমস্যা সৃষ্টি করে পরিবারের বিরাজমান শান্তি নষ্ট করছে বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য যে, গত ২৪ জানুয়ারী গলিয়াত রেমা অবৈধ্য বালু বিক্রয় ও বালু সরবরাহের রাস্তা সংক্রান্ত সমস্যা নিয়ে তার নিজ শ্যালিকাদের উপর হামলা চালায়। এরই প্রেক্ষিতে আহত হন গলিয়াত রেমার তিন শ্যালিকা। এরপর এই ধরণের সকল সমস্যার সমাধান চেয়ে প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করে তার শাশুরি সনন্দা মানখিন এই সংবাদ সম্মেলনের ডাক দেন।