শশব্যস্ত একটা জীবন
সেই কবে থেকে ছুটছি
ঠিক বলতে পারব না
দিন ক্ষণ সন আমার মনে থাকে না ।
ছেলে বেলায় আমাদের বাগানে
রঙ বে-রঙের দোপাটি আর দোলনচাঁপা ফুটত ।
সেই ফুলে ফুলে লাল নীল হলুদ
প্রজাপতি উড়ে এসে বসত ।
কি এক অদ্ভুত আকর্ষণে মনের টানে
আমি ধরতে পিছু ছুটতাম
মনে হতো ওরা যেন বলছে আমায়
ধরতে পারবে না তুমি ।
সেই থেকে ছুটছি আমি
নিসর্গের যা কিছু সুন্দর তার পিছু ।
শাপলার ঝিলে চঞ্চল ডাহুকের ডাকে,
ডুব সাঁতারে আমি তাকে ধরতে পারি নি ।
বালুচরে জলপিপি দুলে দুলে নাচতে থাকে ,
তার নাচের তালে আমি তাল মেলাতে পারি নি ।
নদীজলে ঢেউয়ের ফাঁকে পূর্ণশশী দেয় হাতছানি,
মনপ্রাণ ভিজিয়ে
আমি তাকে ছুঁতে পারি নি ।
চেয়ে না পাওয়ার বেদনা
সাগর পাহাড় কেউ জানে না
ব্যর্থ মনরথে সখ্যতা গড়ি ওই দূর আকাশের সাথে ।
দ্বিধার প্রাচীর পায়ে দলে মাটির পৃথিবী ভুলে
অসীম সাহসে ভেসে যাই মেঘের ভেলায়
কোন এক মায়াবী জোছনা ঝরা রাতে ।
০৭ জুলাই ২০২০ খ্রী.
স্টকহোম, স্যুইডেন।