ক্যারিয়ার গড়ার বিষয় আমরা কেউ কেউ একেবারে উদাসীন। কোন রকম পাশ মার্ক, অথবা ভালো রেজাল্ট করে ইউনিভার্সিটির দেয়াল টপকে গেলেই মনে করি চাকরিটা পেয়ে গেলাম। আসলে ব্যাপারটি সে রকম নয়। ভবিষ্যত ক্যারিয়ার নিয়ে কমবেশি সকলের ভাবতে হয়। কেউবা পড়াশুনার গন্ডি পেরিয়ে, আবার কেউবা ক্যারিয়ার নিয়ে আগ থেকে সিরিয়াসলি ভাবেন। ক্যারিয়ার বেছে নেওয়ার, ক্যারিয়ার পরিবর্তন করার বা ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কেউবা সিদ্ধান্তহীনতায় দীর্ঘ সময় ভোগেন। এবং সেটি অনেকের ক্ষেত্রে বেশি লক্ষনীয় বিষয় এখন। বিষয়ভিক্তিকসহ এ যুগের চাহিদা মাফিক টপ সাবজেক্ট, মান সম্পন্ন বিদ্যাপীত থেকে পাশ করেও চাকরি পাচ্ছেন না, এও কিন্ত মিথ্যে নয়।

ক্যারিয়ার বিষয়ক সিদ্ধান্ত নেয়া অত সহজ নয়। এটির কোন বাঁধাধরা নিয়মে  ফেলা যায় না। মোদ্দা কথা পাড়াশুনার আগে পড়ে কোন বিষয় নয়। আপনার জীবনে সঠিক এবং কার্যকর সিদ্ধান্ত সেটাই বড় মূখ্য বিষয়। এটি আসলে আজীবন প্রক্রিয়া, যা ক্যারিয়ার বিকাশ, আপনার কর্মজীবনকে বাছাইসহ ক্যারিয়ার পরিবর্তন করার ক্ষেত্রে আপনার কাজের জায়গা নির্বাচন করা থেকে শুরু করে সবকিছু অন্তর্ভুক্ত করে থাকে। বিষয়টি সত্যিই শেষ হবার নয়, বলতে গেলে, এটি চলমান একটি প্রক্রিয়া। আপনি প্রক্রিয়াধীন যেখানেই থাকুন না কেন, আপনি ক্যারিয়ার নিয়ে গবেষণা করছেন বা আপনার ক্যারিয়ারের মধ্য দিয়ে যাচ্ছেন, আপনি খুঁজে পাবেন যে নির্দিষ্ট বিষয় একেক সময় একেবার পপ আপ হয়।

রোজ আমরা আয়নায় নিজেকে মেলে দেখি ; আর উত্তর খুঁজি আমাকে দেখতে কেমন ! কখনোবা বন্ধুমহলে অথবা অফিস কলিককে প্রশ্ন করি, আজকে আমায় এই নতুন পোষাকে কেমন দেখাচ্ছে ? ঠিক একইভাবে আপনি নিজেকেই এই প্রশ্নটি করুন, আপনি কর্মজীবনে কি করতে চান, ব্যক্তি জীবনে আপনি কি হতে চান। আর ক্যারিয়ার এমন একটি বিষয় যা সময়ের সাথে অনেক পরিবর্তন হতেই পারে। আপনার ক্যারিয়ারের পথটি যদি আপনার আগ্রহের সাথে মেলে তবে কাজটি করতে আরও সহজতর হয়। মন থেকে খেলার মতোন বেশি অনুভব করতে পারবেন আপনার জীবন ও জীবিকা সম্পর্কে।

সফল মানুষ হতে গেলে ক্যারিয়ার ভাবনার কোন বিকল্প কোন পথ নেই।  আপনার ক্যারিয়ার বিকাশে সহায়ক কিছু টিপস যা সহায়ক হতে পারে নিচের বিষয়গুলো-

_  নিজের আগ্রহ সম্পর্কে আগে ভালো করে যাচাই করুন

_ নিজের দক্ষতা সম্পর্কে নিখুঁতভাবে বুঝাপড়া করুন

_ আপনার স্বপ্নগুলি অনুসরণ করুন

_ যুগের চাহিদা মাফিক শিখতে, নতুন কিছু জানতে প্রস্তুত থাকুন

_ পরিবারে এবং কর্মস্থলের কাজে আস্থাভাজান অর্জন করুন

_  স্বাধীন সিদ্ধান্ত নিতে নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখুন

_  সমস্যায় মনোনিবেশ করার চেয়ে সমাধানের চিন্তা করুন

_  আপনার সাফল্য সম্পর্কে আত্মমূল্যায়ন করুন

_  যারা আপনাকে সহায়তা করে তাদের সর্বদা স্বীকৃতি দিন, প্রশংসা করুন

_ কাজে ভুল করে থাকলে অকপতে স্বীকার করুন

_  আত্মমূল্যায়নের মাধ্যমে নিজের ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়াতে চেষ্টা করুন

_  কখনো মনে করবেন না কোথাও আপনি আটকে আছেন

_ সকল নেগেটি বৈশিষ্ট পারিহার করুন

_ কথা বলার চেয়ে অন্যের কথা ভালো করে শুনতে চেষ্টা করুন

_ নিজেকে সময়ানুবর্তী রাখতে সচেষ্ট থাকুন

_ অন্যকে সহায়তার মানসিকতা রাখুন

_ অন্যকে সম্মান করতে শিখুন

প্রতিটা মানুষের জীবনে স্বপ্ন থাকা চাই। সচরাচর অনেকেরই থাকে, তবে আবার অনেকের সুপ্ত অবস্থায় থাকে। ক্ষেত্র এবং ব্যক্তি বিশেষে সে স্বপ্নগুলো বাস্তবায়ন করা কঠিন হতে পারে। না পারার জন্য নিজের এবং পারিপাশ্বিক অবস্থাকে কিছুটা দায়ি করতে পারি, কিন্ত পুরোটা নয়। অনেক ত্যাগ স্বীকার করে নিজের সাধ এবং সাধ্যকে সমন্বয় বা ভারসাম্য বজায় রাখতে হবে; তবেই এটি সম্পন্ন এবং আপনার স্বপ্নকে অর্জন করা যেতে পারে। আপনার স্বপ্ন পূরণে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বিকল্প, সহজ কোন উপায়ে নয় বরং যুগোপযুগি, সঠিক উপায়ে নিজের বুদ্ধি, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেটি অর্জন করতে হবে।

প্রত্যেকের কোন না কোন বিষয় দক্ষতা, জ্ঞান এবং সম্যক ভালো ধারণা থাকে। কেউবা নিজের দক্ষতা আছে কিন্ত সে দক্ষতা সম্পর্কে সচেতন নয় এমনও হতে পারে। আপনার দক্ষতা কি কি, আপনি কিসে ভাল করছেন তা সনাক্ত করার ক্ষমতা অনেকের নেই। সে জন্য নিজের সঠিক ক্যারিয়ার যাচাই  বাছাই করা প্রয়োজন। এটিই  আপনার ক্যারিয়ার গঠনের মূল চাবিকাঠি। আপনার যেকোন দক্ষতা সম্পর্কে নিবিড়ভাবে পর্যালোচনা কারুন, যা নিজের পরবর্তী ক্যারিয়ার বিকাশে সহায়ক হবে। একটি দুর্দান্ত সময়কে সমন্বয় করলে আপনার অর্থোপার্জনে সহায়তা করবে, আপনার জীবনে সাফল্য বয়ে আনবে।

লুই সাংমা, ফ্রান্স
ওয়েভ ডেভেলপার, ব্লগার, ফ্রিল্যান্সার
এবং সাংস্কৃতিক কর্মী।