আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে পাক্কা দুইমাস গ্রীস্মকালীন ছুটির পর আজ মঙ্গলবার (১লা সেপ্টেম্বর ২০২০) সকল শিক্ষা প্রতিষ্ঠানের দ্বার আজ খুলেছে (শিক্ষা বর্ষ ২০২০-২০২১) । এ নিয়ে শিক্ষার্থীর মনে অন্তহীন আনন্দ-উচ্ছ্বাস।
নতুন ক্লাশে পর্দাপন, নতুন বন্ধুদের সাথে সাক্ষাৎ শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে স্মৃতি বিজরিত এবং আন্দঘন করে তোলে। নতুন প্রত্যয় জাগে সেসব শিক্ষার্থীদের। পাশাপাশি অভিভাবদেরও আগ্রহের কমতি নেই ; ঠিক যেন আরেক মিলন মেলা।
কোভিড ১৯ প্রাদুভার্বে গেল বছর অধিকাংশ সময় সরকারী নির্দেশে ফ্রান্সের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। কোভিড ভাইরাস উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়েছিল। অতপর গ্রীস্মের ছুটির মধ্য দিয়ে গেল শিক্ষা বর্ষের পরিসমাপ্তি ঘটে।
এদিকে ফ্রান্সসহ বিশ্বে কোভিড ভাইরাস আক্রান্ত কিছুটা কমলেও আবারও কিছু কিছু দেশে করোনা প্রকট আকার ধারণ করতে শুরু করছে। ফ্রান্সে মৃতের সংখ্যা আনুপাতিক হারে কমলেও আক্রান্তের সংখ্যা দিনকে দিন আবারও বাড়তে শুরু করেছে।
সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দরুন কোরোনা ভাইরাস নিয়ে অভিভাবক মহলে করোনা শঙ্কা কাটছে না বলে জানায় অনেক শিক্ষার্থীর অভিভাবকরা ।