ওয়েলসন নকরেক, টাঙ্গাইল প্রতিনিধি: রিচার্ড দফো নামে এক গারো আদিবাসী যুবকের জাতীয় পরিচয়পত্র দিয়ে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের ‘রকেট’ একাউন্ট খুলে চালাচ্ছে অপরিচিত ব্যক্তি। বিষয়টি তিনি এতোদিন জানতেনই না! ঘটনার বিবরণে জানা যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেদুরিয়া গ্রামের রিচার্ড দফো সম্প্রতি তার স্মার্টফোন থেকে রকেট এ্যাপস এর মাধ্যমে একাউন্ট খোলার চেষ্টা করলে একই এনআইডি নাম্বার দিয়ে খোলা একটি রকেট একাউন্ট বিদ্যমান থাকার বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে জানানো হয়। পরে সন্দিহান হয়ে তিনি ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার কেয়ার সেন্টারে ফোন দিয়ে বিষয়টি অবহিত করে। কাস্টমার কেয়ার থেকে রিচার্ডকে জানানো হয় তার নামে আগে থেকেই রকেটে একটি একাউন্ট চালু আছে। আরো জানানো হয় একাউন্টটি ২০১৬ সালে ঢাকার মোহাম্মদপুর অফিসের অধীনে খোলা হয়েছে। যে মোবাইল নাম্বার দিয়ে একাউন্টটি খোলা হয়েছে তার মালিক সাইফুল ইসলাম বলেও জানানো হয়। রিচার্ড দফো ঐ একাউন্ট বন্ধ করতে চাইলে টাঙ্গাইলে মোবাইল ব্যাংকিংয়ের অফিসে গিয়ে অভিযোগ করার পরামর্শ দেয়।
কাস্টমার কেয়ারের পরামর্শ মোতাবেক তিনি গত ১৩ জানুয়ারি টাঙ্গাইলে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং অফিসে গিয়ে ঐ একাউন্টটি বন্ধ করার জন্য লিখিত আবেদন করেন। আবেদন করার ১১ দিন পার হওয়ার পরও কোনো খবর না পাওয়াই তিনি পুনরায় কাস্টমার কেয়ারে ফোন করেন। সন্তোষজনক খবর না পেয়ে তিনি ২৬ জানুয়ারি দুপুরে মধুপুর থানায় সাধারণ ডাইরি(জিডি) করতে গেলে সেখানকার ডিউটি অফিসার জিডি গ্রহণ করতে রাজি হননি। উল্টো রিচার্ডের অভিযোগে সন্দেহ করেন এবং ঐ ব্যক্তির এলাকায় গিয়ে জিডি করার পরামর্শ দেন।
জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং তার ছবি সেই ব্যক্তি কোথা থেকে পেয়েছে তার সম্ভাব্য উৎস জানতে চাইলে আ.বিমা টাইমসকে বলেন, বিভিন্ন জায়গায় চাকরির জন্য তিনি যে আবেদন জমা দিয়েছিলেন সেগুলো থেকে সংগ্রহ করে থাকতে পারে বলে তিনি জানান। এই বিষয়টি নিয়ে গারো আদিবাসী যুবক রিচার্ড দফো উৎকন্ঠায় রয়েছেন।