আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আজ সোমবার তিন দিনের মাথায় ঠিক ভোরে আবারও বড় পরিসরে ইউক্রেনে হামলা চালিয়েছে পুতিন বাহিনী। খেরসনে এখন পর্যন্ত রুশ হামলায় একজন নিহতের খবর পাওয়া গেছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, হামলায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি শহরের রেল যোগাযোগকেন্দ্রে আগুন ধরে যায়। এ রুশ বাহিনীর হামলায় অন্তত ৩৪জন আহত হন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি।
রাশিয়ার ছোড়া ১৮টি ক্রোজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫টিই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিরোধের দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে এবার রেললাইন ও জ্বালানি ডিপোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফলে এ হামলায় ক্ষয়ক্ষতির খবর এসেছে পাভলোহরাদ থেকে। দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রের কাছের এ শহরের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগকেন্দ্রে হামলাটি করা হয়েছে।
কিয়েভ বাহিনীর পাল্টা হামলার প্রস্তুুতি , ছবি : রয়টার্স
এ ছাড়াও ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রুশ বাহিনীর ছোড়া ১৮টি ক্রোজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫টিই সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এতে রাজধানী কিয়েভ ও অন্য গুরুত্বপূর্ণ শহরগুলোকে হামলা থেকে রক্ষা করা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনি বলেছেন, ‘ সোমবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাশিয়ার আগ্রাসী বাহিনী বোমারু বিমান থেকে ইউক্রেনে হামলা চালায়।’
উল্লেখ্য, ঠিক ৩ দিন আগে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন ইউক্রেনিও বেসামরিক নাগরিক নিহত হন। এদিন ইউক্রেনের উমান শহরের সুউচ্চ একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। এটি ছিল দুই মাসের মধ্যে প্রথম বড় ধরনের রুশ ক্ষেপণাস্ত্র হামলা।
রুশ সেনারা এমন সময় এ হামলা চালালো সোশ্যাল মিডিয়াতে যখন পাল্টা হামলার প্রস্তুতি গুছিয়ে আনার কথা জানিয়েছে কিয়েভ।