আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: ক্যাথলিক খ্রীষ্টানদের সর্বোচ্চ প্রশাসনিক স্থান ইতালির ভাটিকানসিটি থেকে মহামান্য পোপ মহোদয় আজ ১২ মে (বুধবার, ২০২১ খ্রিস্টাব্দে) বিশপ শরৎ ফ্রান্সিস গমেজকে সিলেট ডাইওসিসের জন্য নতুন বিশপ হিসেবে নিযুক্ত করেছেন ।

এ খবর ভাটিকান ও ভাটিকান দূতাবাস বাংলাদেশ থেকে ১২ মে, ২০২১ খ্রিস্টাব্দ রোজ বুধবার স্থানীয় সময় বিকাল ৪টায় একযোগে ঘোষণা করা হয়েছে। এ সময় তিনি ঢাকা আর্চডাইওসিসের সহকারী বিশপ হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত বছর অক্টোবর, ২০২০ খ্রিস্টাব্দ, ক্যানন ল’৪২২ অনুসারে ঢাকা মহাধর্মপ্রদেশের ডাইয়োসিয়ান কলেজ অব কনসালটেন্টদের নির্বাচনে ঢাকা আর্চডাইয়োসিসের প্রশাসক/অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ-এর নাম ঘোষণার পর ঢাকা মহাধর্মপ্রদেশের নবনিযুক্ত আর্চবিশপ দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। অর্থাৎ ৬ ফেব্রুয়ারি, ২০১৬ সালে তিনি ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ হিসেবে মনোনীত হন।  এরপর  ২২ এপ্রিল, ২০১৬ খ্রিস্টাব্দ থেকে তিনি ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ ১৫ ডিসেম্বর, ১৯৬৫ খ্রিস্টাব্দে ঢাকা মহাধর্মপ্রদেশের হাসনাবাদে জন্মগ্রহণ করেন। তথ্য/সাপ্তাহিক প্রতিবেশী