আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: আজ খ্রীষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব হ্যাপি ইস্টার। সারা বিশ্বে পালিত হলো হ্যাপি ইস্টার সানডে বা প্রভু যীশুর পুনরুত্থান উৎসব। প্রবাসী বাংলাদেশী খ্র্রীষ্টান কমিউনিটি প্যারিস ফ্রান্স সংগঠনের উদ্যোগে বাংলাদেশী খ্রীষ্ট ভক্তদের উদ্দেশ্যে বাংলা খ্রীষ্টযাগের আয়োজন করেন। বিশেষ প্রার্থনা ও খ্রীষ্টযাগ দেশটির স্থানীয় সময় দুপুর ১১টায় ল্যাকুরনব চার্চের কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত হয়। খ্রীষ্টযাগ অর্পণ করেন ফা. টিটু গোমেজ সিএসসি। এ সময় উপস্থিত ছিলেন ফা. যোসেফ গোনছালভেজ সিএসসি।
খ্রীষ্টযাগ অনুষ্ঠানের পর সাংগঠনিক সম্পাদক মি. শঙ্কর ক্রোজের সঞ্চালনায়, সংগঠনের সভাপতি মি. দীপক গোমেজ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কাটা, সেম্পেইন খোলা, মিষ্টি, দই আহারের মধ্য দিয়ে দিন ব্যাপি অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর দুপুরে প্রীতিভোজ হয়। দুপুরে খাবারের পর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারাদিনের কর্মসূচী সমাপ্ত ঘোষণা করা হয়।
মি. দীপক গোমেজ (সভাপতি)অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কাটা, সেম্পেইন খোলা অনুষ্ঠান, ছবি: আ.বিমা টাইমস
খ্রীষ্ট ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে রোববার। খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রীষ্টকে বিপদগামী ইহুদিরা পূণ্য শুক্রবার (গুড ফ্রাইডে) ক্রুশবিদ্ধ করে নৃশংসভাবে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবসে অর্থাৎ রোববার দিন তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থান করেন। পুনরুত্থানের এই দিনটি খ্রীষ্ট বিশ্বাসীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইস্টার সানডের চেতনা বিশ্ব ভাতৃত্ববোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালনে সক্ষম হবে বলে প্রার্থনায় নেতৃবৃন্দরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তা ছাড়াও তাঁরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রীষ্টের আদর্শ অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন। ধনী-দরিদ্র নির্বিশেষে ইস্টার সানডে সকলের জন্যে সুখ, সমৃদ্ধি ও আনন্দ বারতা বয়ে আনুক সে কামনা করেছেন।