আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: ফ্রান্সে করোনা ভাইরাসে ভয়াবহতার শঙ্কায় তৃতীয় দফা লকডাউন শুরু শনিবার। গোটা প্যারিস জুড়ে প্রায় এক মাসব্যাপী লকডাউন জারি করে। দেশটিতে অন্তত ১৬টি বিভাগে (l’Aisne (02), les Alpes-Maritimes (06), l’Eure (27), le Nord (59), l’Oise (60), le Pas-de-Calais (62), Paris (75), la Seine-Maritime (76), la Seine-et-Marne (77), les Yvelines (78), la Somme (80), l’Essonne (91), les Hauts-de-Seine (92), la Seine-Saint-Denis (93), le Val-de-Marne (94) et le Val-d’Oise (95) আজ শুক্রবার মধ্যরাত থেকে একই ধরনের নীতিমালা কার্যকর হবে।

এ লকডাউন সম্পর্কে দেশের প্রধানমন্ত্রী জঁ কাস্টেক্স বলেছেন, এই নীতিমালা অবশ্য আগের মতো কড়াকড়ি হবে না। লকডাউন চলাকালে মানুষজন প্রয়োজনে ১০ কিলোমিটার দূরে বাইরে যেতে পারবে। সন্ধ্যে সাতটা থেকে এ কারফিউ চালু থাকবে বলে জানান। তবে বাইরে বেরুনোর সময় এ্যাটেস্টশান সঙ্গে নিতে হবে।

দেশটিতে করোনার টিকা গ্রহণের পরও দেশের মধ্যে রাজধানী প্যারিসের অবস্থা ভয়াবহ। সেখানে এক হাজার দুই শতাধিক মানুষ নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩৫ হাজারের বেশি মানুষ। বর্তমানে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে ৩৮ লাখ ১১ হাজার ছয়শ ৬৫ জন।

এমতাবস্থায় দেশের প্রধানমন্ত্রী বলেছেন, সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে করে করোনার তৃতীয় তরঙ্গ আসন্ন বলে মনে হচ্ছে। এদিকে দেশটিতে স্কুল কলেজ খোলা থাকবে, তবে Lycée তে অনুপ্রবেশ এবং আসন সীমিত করেছে। নিত্য প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া বাকি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

দেশটিতে করোনার রেকর্ড বলছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪১ লাখ ৮১ হাজার ছয়শ সাতজন এবং মারা গেছে ৯১ হাজার ছয়শ ৭৯ জন। সূত্র:বিএফএম