তথ্য ও প্রযুক্তি ডেস্ক: বিশ্বব্যাপী করোনার প্রভাবে জিমেইল ব্যবহার বেড়ে গেছে। ব্যক্তিগত কিংবা অফিসের কাজের জন্য ভার্চুয়ালের ওপর নির্ভরশীলতা বেড়েছে সবার। যার ফলে গুগল মিট, জুম মিটিং থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা জিমেইল ছাড়া একেবারেই কর্মজীবন অচল।

গ্রাহকদের এমন চাহিদার ওপর ভর করে এবার শুধু গুগল মিট, জুম মিটিং, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপের সাহায্যে ভিডিও কল নয়, জিমেইল চ্যাটের সাহায্যেও ভয়েস কল ও ভিডিও কল করা যাবে। জিমেইলের পাশাপাশি ভিডিও কলিং অ্যাপের প্রতি নির্ভরতাও বেড়েছে সবার। অনেক ক্ষেত্রে ভিডিও কনফারেন্সও করতে হয়। সবদিক বিবেচনা করে এবার বিশেষ ফিচার নিয়ে আসছে জিমেইল কর্তৃপক্ষ।

জিমেইল ওয়েব অ্যাপের সাহায্যে ফোন কল, ভিডিও কল করা যাবে। ডেস্কটপ, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন বা অন্যান্য ডিভাইস থেকে এই সুবিধা পাওয়া যাবে।

জিমেইল ভিডিও আরও কলের সুবিধা হলো, ভয়েস কল করার ক্ষেত্রে গুগল মিট আর ব্যবহার করতে হবে না। এবার মেইল খুলে রাখলেও ভিডিও কল করা যাবে। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, আসছে নভেম্বরে জিমেইলে যুক্ত হবে নতুন ভিডিও ও ভয়েস কল ফিচার।

এই ফিচারে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট বেছে নিয়ে তা ডায়াল করলেই তার ফোনে রিং হবে। যে কোনো স্মার্টফোন থেকে এই কলের উত্তর দেওয়া যাবে।

নতুন এই ফিচারের অপেক্ষায় আছেন জিমেইল ব্যবহারকারীরা। সূত্র/এম