আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: গাজিপুরের চন্দ্রা মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় পুলিশের লাঠিচার্জে দিপ্ত মানখিন(২৬) ও বালিস্টিন মানখিন (২২) নামে দুই গারো যুবক আহত হয়েছে। প্রথম জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং একটি গার্মেন্টস কারখানায় চাকরিরত, দ্বিতীয় জন ধোবাউড়া সরকারি কলেজের ছাত্র বলে জানা গেছে। যুবক দুই জন মাথায় ব্যাপক আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন এবং তাদের মাথায় ৭টি সেলাই দেওয়া হয়েছে।
পুলিশের লাঠিচার্জে দুই গারো যুবক গুরুতর আহত
ঘটনা সম্পর্কে জানা যায়, ১৬ এপ্রিল রবিবার ওয়াল্টন ফ্যাক্টরির ইফতার খেয়ে বিষক্রিয়ায় ৩ জন শ্রমিকের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হওয়ায় আশুলিয়ার চন্দ্রা মোড়ের কাছে সহকর্মীরা প্রতিবাদ সমাবেশ করে। সন্ধা ৭.৩০টার দিকে গারো যুবকদ্বয় গাড়িতে করে ঐ রাস্তা দিয়ে সাভার ইপিজেডে যাচ্ছিলেন। এমন সময় তাদের গাড়িতে কিছু লোকজন আগুন ধরাতে গেলে তারা গাড়ি থেকে নেমে পড়েন। আর সেসময় পুলিশ তাদেরকে পিকেটার সন্দেহ করে বেধরক লাঠিপেটা করে মারাত্মক জখম করেন এবং গ্রেফতার করে কালিয়াকৈর থানায় নিয়ে যাওয়া হয়।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত জানা যায়, ময়মনসিংহ সদরের টিডব্লিউ চেয়ারম্যান অরন্য ই চিরানএবং ধোবাউড়া থানার ওসি টিপু সুলতানের সহযোগিতায় আটককৃত যুবকদ্বয়কে থানা থেকে ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছে।