নিজস্ব প্রতিবেদক, শেরপুর: ফাদার আলেক্স রাবানল সি এস সি। যিনি গারো এলাকায় আচ্চু ফাদার নামে পরিচিত। দীর্ঘদিন তিনি মধুপুর ঝিনাইগাতি এলাকায় গারোদের সাথে স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন। তাঁর অবদান অনস্বীকার্য। তিনিই গত ৩রা এপ্রিল ২০২২ খ্রিঃ মৃত্যুবরণ করেন। তাঁরই অবদানের কথা স্মরণ করাসহ গারো এলাকায় তাঁর গুরুত্বপুর্ণ ভুমিকার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন তারই কৃতজ্ঞতা স্বরুপ শেরপুর জেলার ঝিনাইগাতি থানার মরিয়মনগরে মিশনে খ্রিষ্টভক্তদের আয়োজনে অনুষ্ঠিত হয় শ্রাদ্ধ ও স্মরণ অনুষ্ঠান। গারো রীতিনুসারে ০৪ ও ০৫ নভেম্বর অত্যন্ত ভাব গাম্ভির্যের সাথে পালিত হয় এই শ্রাদ্ধ ও স্মরণ অনুষ্ঠান।
প্রথম দিন ৪ঠা নভেম্বর বিকাল সাড়ে চার ঘটিকায় শুরু হয় স্মৃতি চারণ অনুষ্ঠান। এসময় ফাদারের স্মৃতিচারণ করেন অত্র এলাকার শিক্ষিকা লবদিনি চিসিম, মরিয়মনগর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক অনার্সন চাম্বুগং, ফাদার বিকাশ, ফাদার জয়ন্ত রাকসাম প্রমুখ। স্মৃতিচারণে ফাদার আলেক্স রাবানল সি এস সি এর শিক্ষা, কৃষিক্ষেত্রে, জীবনমান উন্নয়নে অবদানগুলো তুলে ধরেন। এরপর শুরু হয় সন্ধ্যাকালীন খ্রিষ্টযাগ। খ্রিষ্টযাগে পৌরিহিত্য করেন হলিক্রং সংঘের প্রভিন্সিয়াল ফাদার জর্জ কমল কোরাইয়া। খ্রীষ্টযাগ শেষে রাতের খাবারের পর শুরু হয় গ্রামভিক্তিক সংকীর্তন প্রতিযোগিতা। এর এর মাধ্যমেই সমাপ্তি ঘটে ০৪ নভেম্বরের প্রথম দিনের অনুষ্ঠান।
দ্বিতীয় দিন ৫ই নভেম্বর সকাল সাড়ে দশটায় শুরু হয় স্মৃতিচারণ। এসময় স্মৃতি চারণ করেন মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন আরেং, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঝিনাইগাতি থানার চেয়ারম্যান নবেশ খকসি, ফাদার রবার্ট, দিগলাকোনা মিশনের পাল পুরোহিত, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অপুর্ব ম্রং প্রমুখ।
স্মৃতিচারণের পর গারো রীতি অনুযায়ী মিমাংখাম বা শ্রাদ্ধ্য অনুষ্ঠানে উপস্থিত ফাদার আলেক্স রাবানল সিএসসির ধর্ম মার জন্য উরুম ও দিব্রা খা অনুষ্ঠিত হয়; সাথে ময়মনসিংহ ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ পৌল পনেন কুবি, হলিক্রস সংঘের প্রবীনশিয়াল ফাদার জর্জ কমল কোরাইয়া’র জন্য কুতুব, রাং এবং উরুপ প্রদান করা হয়।
সবশেষে মহা খ্রীষ্টযাগের মাধ্যমে শেষ । খ্রীষ্টযাগে প্রধান পৌরিহিত্য করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ পৌল পনেন কুবি।