আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফ্রান্স সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে ঘড়ির কাটা পরিবর্তন করা হয়েছে। পূর্বের সময় ধরে এক ঘণ্টা সামনের দিকে এগিয়ে আনা হয়েছে। গত রোববার (২৮ মার্চ) দেশটির স্থানীয় সময় রাত দুইটায় ঘড়ির কাটা পরিবর্তন করে ৩টা করা হয়েছে। এর ফলে সময়ের পরিবর্তন এখন দেখা যাবে ফ্রান্স থেকে বাংলাদেশের সময়ের ব্যবধান হবে ৪ ঘণ্টা।

প্রতি বছর শীতকাল এবং গ্রীষ্মকালে বছরে দুবার সময়ের পরিবর্তন করে ইউরোপের বেশ কিছু দেশ।  ফলে গ্রীষ্মকালে সময়ের ব্যবধান হয় চার ঘণ্টা আর শীতকালে একঘন্টা পিছিয়ে পাঁচ ঘণ্টা আনা হয়। বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে স্থানীয় সময়ের ব্যবধান ইউরোপের তুলনায় এগিয়ে থাকে।

মূলত ডিএসটি সময়ের পরিবর্তন দিবালোক সঞ্চয় করতে ফ্রান্স সহ ইতালি, জার্মানী প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়ে থাকে। এছাড়াও এ সময় ইউরোপের বেশ কয়েকটি দেশের স্থানীয় সময় পরিবর্তন করা হয়ে থাকে। সূত্র : টাইমচেঞ্জইনফু