নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক আদিবাসী গণমাধ্যম কর্মী প্রিন্স এডুওয়ার্ড মাংসাংকে পিটিয়ে গুরুতর আহত করে জেল হাজতে পাঠায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম। এক বিশেষ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার কোর্টে মামলাটির শুনানি হয় এবং শুনানির পর আদালতের বিজ্ঞ বিচারক মহোদয় তাকে জামিনে মুক্তির আদেশ দেয় ।

জামিনে মুক্তির বিষয়টি আ.বিমা টাইমসকে নিশ্চিত করে এলাকার গারো ছাত্র নেতা এবং আজিয়া সংগঠনের মহাসচিব শ্যামল মানকিন  (এ বিষয়ে সুবিস্তারিত থাকছে পরবর্তী রিপোর্টে)।

এডুওয়ার্ড মাংসাং একটি অনলাই নিউজ পোর্টালের মধুপুর প্রতিনিধি। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৮ আগস্ট বুধবার বিকেলে উপজেলার হাওদা বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে ৯ নং অরনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম তার লোকদের দিয়ে এডুওয়ার্ড মাংসাং ও তার সঙ্গী ফরজ আলীকে আটক করে গাছের সাথে বেঁধে বেদম পিটানো হয়। পরে আহত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করে এডওয়ার্ড মাংসাংকে ১ নং আসামী করে ১৩ জনের বিরুদ্ধে বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে মধুপুর থানায় মামলা দায়ের করেন ঐ ইউপি চেয়ারম্যান।

ঐ মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা ব্যক্তিরা লাঠি-সোঁটা নিয়ে চেয়ারম্যানের বাড়িতে হামলা করে। এতে বাঁধা দেওয়ার চেষ্টা করলে চেয়ারম্যানের ড্রাইভার মনির হোসেনকে আঘাত করে আহত করে। বাড়ির আসবাপত্র ভাঙচুর করে ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং শোকেসের ড্রয়ারে থাকা ২০ হাজার টাকা নিয়ে নেয়।

এদিকে ভিক্টিমের পরিবার অভিযোগ করেন, তিনি বিল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে কিছুদিন আগে রহিম চেয়ারম্যানকে নিয়ে পত্রিকায় রিপোর্ট করায় সে রিপোর্টের জের ধরে তাকে চেয়ারম্যান আব্দুর রহিম ও তার গং বাহিনী প্রিন্স এডুওয়ার্ডকে বেদম প্রহার, শ্লীলতাহানি এবং ব্যবহৃত মটর সাইকেল, ক্যামেরা, মোবাইল ছিনিয়ে নেয়। তাকে অমানবিকভাবে নির্যাতন ও প্রহারের পরও নিদোর্ষ ব্যক্তিকে মিথ্যো মামলা করে জেল হাজতে পাঠায়।

এহেন উল্লেখ্য গত ১৮ আগস্ট ২০০২১, টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নে প্রিন্স এডওয়ার্ড নামে এক আদিবাসী গণমাধ্যমকর্মীকে গাছে বেঁধে মারপিট করে; এবং এরপর ১৯ আগস্ট ২০২১ তার বিরুদ্ধে মিথ্যো মামলা (সূত্র : মামলা নং ১৯, মধুপুর থানা, মামলা রুজুর তারিখ ১৯ আগস্ট ২০২১) করে জেল হাজতে পাঠায় স্থানীয় ইউপি চেয়ারম্যান (৯ নং অরণখোলা) ও আওয়ামী লীগ নেতা রহিম আহমেদ।

বিভিন্ন সূত্র হতে জানা যায়, ইউপি চেয়ারম্যানের অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে গত রোববার একটি অনলাইন নিউজ পোর্টালের মধুপুর উপজেলা প্রতিনিধি প্রিন্স এডওয়ার্ড বিল এলাকায় গেলে তাকে আটকে রেখে মারপিট করা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রিন্স এডওয়ার্ড সংবাদ সংগ্রহের জন্য সকালে বিল এলাকায় এলে তাকে রহিম চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্য ও তার বাহিনী মিলে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করে। এরপর মধুপুর থানা অফিসার ইনচার্জ খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে।